গামা পালোয়ানকে টিভিতে আনবেন সালমান
প্রত্যেক বলিউড তারকার মধ্যে আপনি একটি জিনিসে মিল খুঁজে পাবেন, তা হলো হার না মানার মানসিকতা। তাঁরা যে কাজে একবার হাত দেন, তা করেই ছাড়েন। এক উপায়ে তা করতে না পারলে ভিন্ন উপায় খুঁজে বের করেন। এই যেমন সালমান খান। যে কাহিনীকে তিনি বড় পর্দার জন্য আনতে চেয়েছিলেন, নানা প্রতিবন্ধকতায় তা আটকে যাওয়ায় সেটাকে ছোট পর্দার জন্য তৈরি করতে যাচ্ছেন সালমান, মানে প্রযোজনা করতে যাচ্ছেন।
ডিএনএ ইন্ডিয়ার একটি খবরে জানা যায়, ‘বজরঙ্গি ভাইজান’খ্যাত সালমানের ইচ্ছা ছিল কুস্তিগির গামা পালোয়ানের জীবনকাহিনীর ওপর ভিত্তি করে বড় পর্দায় জন্য ছবি নির্মাণ করবেন তিনি। কিন্তু একই কাহিনী নিয়ে জন আব্রাহাম ছবি তৈরির পরিকল্পনা করলে বড় পর্দার আশা বাদ দেন সালমান। তবে হাল ছেড়ে দেননি তিনি। বড় পর্দার কাহিনীকে টেনে ছোট পর্দায় নিয়ে এসেছেন। তিনি সিদ্ধান্ত নিয়েছেন, গামা পালোয়ানকে ছোট পর্দার জন্য মুক্তি দেবেন। আর সেটা ধারাবাহিক হিসেবেই টিভিতে নিয়মিত দেখতে পাবেন দর্শক।
তবে বড় পর্দায় গামা পালোয়ান চরিত্রে যাঁরা সালমানকে দেখতে চেয়েছিলেন, তাঁদের আশা পূরণ হচ্ছে না। যতই তাঁর প্রিয় কাহিনী হোক, তিনি তো আর ছোট পর্দায় কাজ করতে পারেন না। তাঁর পরিবর্তে ছোট পর্দায় গামা পালোয়ানের চরিত্রে অভিনয় করছেন তাঁর ভাই সোহেল খান। অমৃতসরে ছবির গল্প অনুযায়ী সেট নির্মাণের কাজ প্রায় শেষ। এটিই হবে সালমানের প্রোডাকশন হাউস থেকে বের হওয়া প্রথম টেলিভিশন ধারাবাহিক। ধারাবাহিকটি পর্দায় দেখতে কেমন লাগবে, তা আগে থেকে জানতে এরই মধ্যে পরীক্ষামূলকভাবে একটি পর্ব নির্মাণ করে চ্যানেলকে পাঠানো হয়েছে।
গামা পালোয়ানের জন্ম হয়েছিল ভারতে। দেশ বিভাগের সময় তিনি পাকিস্তান চলে যান। সেখানেই ৮২ বছর বয়সে ১৯৬০ সালে মৃত্যুবরণ করেন তিনি। তাঁকে উপমহাদেশের সর্বকালের সেরা কুস্তিগির বিবেচনা করা হয়।
ছোট পর্দায় গামা পালোয়ানকে নিয়ে এলেও বড় পর্দার কাজ নিয়ে সালমান ব্যস্ত রয়েছেন। আসছে ঈদে মুক্তি পাচ্ছে তাঁর বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘টিউবলাইট’। কবির খানের পরিচালনায় ছবিটিতে সালমান ছাড়া আরো অভিনয় করছেন চীনা অভিনেত্রী ঝু ঝু। এ ছাড়া এ বছরের শেষে মুক্তি পাচ্ছে ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত হিট ছবি ‘এক থা টাইগারে’র দ্বিতীয় পর্ব ‘টাইগার জিন্দা হ্যায়’। আলি আব্বাস জাফরের পরিচালনায় প্রথম পর্বের মতো এই পর্বেও সহ-অভিনেত্রী হিসেবে ক্যাটরিনাকে পাশে পাচ্ছেন সালমান।