‘টিউবলাইটে’র গান প্রকাশ করলেন সালমান
বলিউড তারকা সালমান খানের ছবি মানেই বক্স-অফিসে হিট। সামনে ঈদ। এ উপলক্ষে সালমানের নতুন ছবি ‘টিউবলাইট’ মুক্তি পাবে। এরই মধ্যে ‘টিউবলাইটে’র টিজার প্রশংসিত হয়েছে দর্শককুলে। এবার ছবির ‘রেডিও’ গানটি গতকাল মঙ্গলবার ইউটিউবে প্রকাশ করা হয়েছে। দ্য টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা যায়, গানটি ভারতে নয়, প্রকাশনা অনুষ্ঠান হয়েছে দুবাইতে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন সালমান খান ও ‘টিউবলাইট’ টিম।
কেন দুবাইতে গানটি প্রকাশ করা হয়েছে—প্রশ্ন করলে উত্তরে ‘দাবাং’খ্যাত তারকা সালমান খান জানান, তাঁরা এই দুবাইতে পরবর্তী ছবির শুটিং করছেন। তাই ‘টিউবলাইট’ ছবির গানটি এখানেই প্রকাশ করার সিদ্ধান্ত নেন তাঁরা।
‘রেডিও’ গানটি গেয়েছেন কামাল খান। কোরিওগ্রাফি করেছেন রেমো ডি’সুজা। গানটির ব্যাপারে সালমান খান বলেন, ‘গানের নাম রেডিও। ছবিতে দেখা যায়, রেডিওতে প্রচার হয়েছে আমার ভাই বেঁচে আছেন এবং তিনি ফিরছেন।’ ছবির পরিচালক কবির খান যোগ করে বলেন, “যুদ্ধ শেষে এটি একটি উৎসবের গান হিসেবে দেখানো হয়েছে। ১৯৬২ সালে রেডিও একমাত্র মাধ্যম ছিল, যেখান থেকে সব খবর পাওয়া যেত। বিনোদন থেকে শুরু করে সব খবর রেডিওর মাধ্যমে মানুষের কাছে আসত। ‘বজরঙ্গি ভাইজান’ ছবিতে রেমো খুব সুন্দর গান ‘সেলফি লে লে’ করেছে। আমাদের রেডিও গানটিতে এ ধরনের স্কেল, শক্তি ও আনন্দের প্রয়োজন ছিল। ৩০০ একর জমিতে গানটির শুটিং হয়েছে। এখানে ৭০০ থেকে ৮০০ জন নৃত্যশিল্পী ছিলেন এবং এক হাজার অতিরিক্ত শিল্পী ছিলেন।”
সালমান খান ও কবির খানের পেশাগত কাজের সম্পর্ক জানতে চাইলে উত্তরে কবির খান বলেন, “‘এক থা টাইগার’ ছবি নিয়ে অনেক আলোচনা হয়েছে। আমরা বিভিন্ন জায়গা থেকে আলোচিত ও বিতর্কিত হয়েছি। কখনো কখনো আমি খুব বাস্তববাদী হয়ে গেলে সালমান আমাকে মূলধারার দিকে ফিরতে বলে। মাঝেমধ্যে আমি ছবির দৃশ্যে বেশি যুক্তি অন্তর্ভুক্ত করতে চাই।”
ছবিটিতে সালমানের ভাই সোহেল খানও অভিনয় করেছেন। ভাইয়ের সঙ্গে তাঁর কাজ করতে কেমন লাগে—জানতে চাইলে সালমান বলেন, “তাঁর সঙ্গে কাজ করা সহজ। আমাদের মধ্যে বোঝাপড়া ও সমঝোতা দারুণ। আমরা একসঙ্গে ‘ম্যায়নে পেয়ার কিউ কিয়া’সহ অনেক ছবি করেছি। আমরা একসঙ্গে বাসা থেকে সোজাসুজি সেটে চলে আসি।”
অভিনয়ের পাশাপাশি ‘টিউবলাইট’ ছবিটি প্রযোজনাও করেছেন সালমান খান।