শাহরুখের গাড়িতে সালমান
‘ইয়ে বন্ধন তো পেয়ার কা বন্ধন হ্যায়,’ ‘করণ-অর্জুন’ চলচ্চিত্রের গানটি ভক্তদের ভুলে যাওয়ার কথা নয়। সত্যিই পর্দার করণ-অর্জুন বাস্তবে বন্ধুত্বকে ভালোবাসার পর্যায়ে নিয়ে গেছেন। বন্ধুত্বের খাতিরে একে অপরের ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করছেন। সম্প্রতি যার কারণে শাহরুখ খানের কাছ থেকে একটি দামি ও বিলাসবহুল গাড়ি উপহারও পেয়েছেন সালমান খান। আর বন্ধুর দেওয়া সেই বিশেষ গাড়িতে বিশেষ ব্যক্তিদের নিয়ে ঘুরতে বেরিয়ে ছিলেন সালমান।
এনডিটিভির খবরে জানা যায়, শাহরুখের পরবর্তী চলচ্চিত্রে একটি গানে অভিনয় করার সুবাদে মার্সিডিজ বেঞ্জের সর্বশেষ সংস্করণ শাহরুখের কাছ থেকে উপহার পেয়েছেন সালমান। সে গাড়ির সামনের সারির সিটে সালমান থাকলেও ‘ব্যাক সিটে’ জায়গা করে নিয়েছেন সালমানের কথিত প্রেমিকা ইউলিয়া ভান্টুর। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ‘দাবাং’খ্যাত অভিনেত্রী সোনাক্ষি সিনহা।
বন্ধুর দেওয়া উপহারের গাড়ি পেয়েই নিজের পুরোনো রেঞ্জ রোভার গাড়িটি বাবা সেলিম খানকে উপহার দিয়েছেন সালমান। সালমানের নতুন গাড়ির এই ‘লং ড্রাইভে’ ছিলেন পরিবারের অন্য সদস্যরাও। সালমানের বোন অর্পিতাও তাঁর পুত্রসন্তান নিয়ে সে ভ্রমণে উপস্থিত ছিলেন। এ ছাড়া সেখানে উপস্থিত ছিলেন ‘শোলে’খ্যাত অভিনেত্রী হেলেন।
পরে অর্পিতা ও হেলেনের গাড়িতে উঠতে দেখা যায় সালমানের মা সালমা খানকেও। অন্য একটি গাড়িতে স্বামী অতুল অগ্নিহোত্রিকে সঙ্গে নিয়ে সে লং ড্রাইভে যোগ দিয়েছিলেন সালমানের আরেক বোন আলভিরা।
কিছুদিনের মধ্যেই মরক্কোয় যাওয়ার কথা রয়েছে সালমান খানের। তাই যাওয়ার আগে পরিবারে সবার সঙ্গে কিছুটা সময় কাটালেন সালমান। মরক্কো পৌঁছেই ‘টাইগার জিন্দা হ্যায়’ চলচ্চিত্রের বাকি অংশের শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়বেন তিনি। আলি আব্বাস জাফরের পরিচালনায় ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ২২ ডিসেম্বর।