ঈদ নিয়ে আমার চিন্তা আছে, শাহরুখের নেই : সালমান
ছবির মুক্তির দেরি আরো এক বছর। তবে জল্পনা-কল্পনা কিংবা তর্ক-বিতর্ক শুরু হয়েছে এখন থেকেই। শাহরুখ খানের ‘রয়িস’ এবং সালমান খানের ‘সুলতান’ ছবিটি মুক্তি পাবে আগামী বছরের ঈদুল ফিতরে।
তবে এই প্রতিদ্বন্দ্বিতা নিয়ে এখনই বিচলিত সালমান খান। বলছেন অতীত মিলিয়ে দেখলে শাহরুখের ঈদ নিয়ে চিন্তার কোনো কারণ নেই। এনডিটিভিকে সালমান বলেন, ‘শাহরুখের সঙ্গে এর আগে ঈদে আমার দুটি ছবি মুক্তি পেয়েছিল।
শাহরুখের ‘ডন’ এর সঙ্গে ‘জান-ই-মান’ এবং ‘ওম শান্তি ওম’-এর সঙ্গে ‘সাওয়ারিয়া’। দুবারই শাহরুখের বক্স অফিস রেকর্ড ছিল ১০০%। তাই ঈদ নিয়ে শাহরুখের টেনশনের কিছু নেই। ভাবনা যা সেটা আমাকেই করতে হবে।’
শাহরুখের অ্যাকশন থ্রিলার ‘রয়িস’ পরিচালনা করছেন রাহুল ঢোলাকিয়া। এই ছবিতে শাহরুখের বিপরীতে রয়েছেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান ও নওয়াজউদ্দিন সিদ্দিকী। আর সালমানের ‘সুলতান’ ছবিতে কে নায়িকা হবেন তা এখনো চূড়ান্ত হয়নি। ছবিটি প্রযোজনা করছেন আদিত্য চোপড়া।
শাহরুখ অবশ্য কদিন আগে বলেছেন, যেহেতু তিনি আর সালমান এখন বন্ধু, তাই ঈদের দুজনের ছবি মুক্তি পাওয়াটাকে ‘লড়াই’ হিসেবে মানতে চান না তিনি।
এবারের ঈদ উপলক্ষে ১৭ জুলাই সালমানের ‘বজরঙ্গি ভাইজান’ ছবিটি মুক্তি পাচ্ছে। এতে সালমানের সঙ্গী হয়েছেন কারিনা কাপুর খান।