ভোট চেয়ে শাহরুখের পোস্টার, অনলাইনে হইচই
বড় তারকাদের ছবি নামার আগে থেকেই শোরগোল পড়ে যায় সবখানে। শাহরুখ খানের পরবর্তী ছবি ‘রইস’ নিয়েও এমনই অবস্থা। শাহরুখের চেহারা আঁকানো একটি পোস্টার হইচই ফেলে দিয়েছে ইন্টারনেটে। বক্স অফিস ক্যাপসুলের খবরে জানা গেল, এ পোস্টারে নাকি ভোট চাইছেন কিং খান।
পোস্টারে লেখা, ‘রইস কো ভোট দো, গরিবোঁ কো চান্স দো’ (ধনী লোককে ভোট দাও, গরিবকে সুযোগ দাও)। ছবিতে হাত তুলে অভিবাদনের ভঙ্গিমায় শাহরুখ, চোখে সাবেকী আমলের চশমা, গালে খোঁচা দাড়ি। ধারণা করা হচ্ছে, এ ছবিতে শাহরুখ খানের লুক এমনই থাকবে।
এ ছবি অবশ্য ‘রইস’-এর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রচারণামূলক ছবি কি না, তা জানা যায়নি। শাহরুখ নিজেও এ বিষয়ে কোনো কিছু বলেননি। দিনকয়েক আগে টুইটারে জানিয়েছেন নিজের পরবর্তী ছবি ‘দিলওয়ালে’র মুক্তির তারিখ।
‘রইস’-এ তিনি অভিনয় করেছেন একজন রাজনীতিবিদের ভূমিকায়, এমনও কথা শোনা গেছে। তবে সবকিছুই এখন পর্যন্ত নেহাত উড়ো খবর। কাহিনী নিয়ে একদম চুপটি মেরে রয়েছে ‘রইস’ টিম, ছবির কাহিনী নিয়ে সবকিছুই এখনো ধোঁয়াশা কেবল।
নির্মাতাদের ঘোষণা থেকে এখন পর্যন্ত এটুকুই জানা গেছে যে, আশির দশকের আহমেদাবাদের পটভূমিতে তৈরি করা হয়েছে এই ছবির সেট। শাহরুখ খান ছাড়াও এতে অভিনয় করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী এবং মাহিরা খান। প্রাথমিকভাবে ছবিটির মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী বছর, অর্থাৎ ২০১৬ সালের ৩ জুলাই। গৌরী খান, রিতেশ সিধওয়ানি এবং ফারহান আখতার প্রযোজনা করছেন ছবিটি। পরিচালনায় রয়েছেন রাহুল ঢোলাকিয়া।