নিজের টাকায় গাড়ি কিনেছি, উপহার নিইনি : কঙ্গনা
কঙ্গনা রানাউত। এ বছর তিনি নানা কারণেই আলোচনার বিষয় হয়েছেন। খান বা কাপুরদের ছাড়াই তাঁর ছবি ১০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে, তাও আবার নাচ-গানের মসলা ছাড়া। শুধু গল্প আর অভিনয়ের ওপর দাঁড়িয়ে। ছবির নাম ‘তানু ওয়েডস মানু রিটার্নস’।
এর আগে গত বছর ‘কুইন’ ছবির জন্য ফিল্মফেয়ার এবং ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন তিনি। সেখানেও কোনো খান বা কাপুর ছিলেন না, ছিলেন শুধু কঙ্গনা। বুঝতেই পারছেন, এত দূর আসতে কতটা কষ্ট করতে হয়েছে তাঁকে।
তাই বলিউডের ‘ইনডিপেনডেন্ট গার্ল’ বলা হচ্ছে তাঁকে। সম্প্রতি এক ইন্টারভিউয়ে কঙ্গনা জানিয়েছেন সেই আত্মবিশ্বাসের কথাই। তিনি বলেছেন, ‘নিজের টাকায় গাড়ি কিনেছি। কারো কাছ থেকে উপহার নিইনি।’
জীবনে টাকা-পয়সার প্রয়োজন কতটুকু, সেটাও অবলীলায় স্বীকার করেছেন এই অভিনেত্রী। বলেছেন, ‘পয়সায় সবকিছু নয়- এ ধরনের দর্শনে আমি বিশ্বাসী না। কারণ পয়সা সব কিনতে না পারলেও অনেকটাই কিনতে পারে। পয়সা আছে বলেই আমি আমার মা-বাবার জীবনটাকে আরো নিশ্চিন্ত করতে পারছি।’ নিশানের নতুন গাড়ির উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ কথা বলেন তিনি। এ খবর জানিয়েছে এনডিটিভি এবং ইন্ডিয়ান এক্সপ্রেস।
কঙ্গনা আরো যোগ করেছেন, ‘এখন আমি আমার ভবিষ্যৎকে আরো বেশি নিরাপদ করতে পেরেছি এবং আমি যেসব কাজ করে আনন্দ পাই, সেসব কাজে টাকা খরচ করতে পারছি। নিজের পাশাপাশি অন্যদেরও উপকারে আসতে পারছি।’