‘ছবিতে ভিন্ন ববিকে দেখতে পাবেন দর্শক’
ইফতেখার চৌধুরী পরিচালিত ‘বিজলি’ ছবিতে অভিনয় করেছেন চিত্রনায়িকা ববি। অভিনয়ের পাশাপাশি ছবির প্রযোজকও তিনি। আসছে ঈদুল আজহায় ছবিটি মুক্তি পাবে। ছবি ও অন্যান্য বিষয় নিয়ে এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেছেন ববি।
এনটিভি অনলাইন : ‘বিজলি’ ছবিতে আপনাকে কীভাবে দেখতে পাবেন দর্শক?
ববি : প্রথমে বলতে চাই, এ ছবিতে ভিন্ন ববিকে দেখতে পাবেন দর্শক। এখানে আমি ‘বিজলি’ চরিত্রে অভিনয় করেছি। ছবিতে এমন কিছু আছে, যা আগে ঢালিউডের কোনো ছবিতে দেখানো হয়নি। এ ধরনের ছবি আমাদের দেশে এখন বেশি হওয়া উচিত বলে আমি মনে করি। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এখন আমাদের ছবি করা প্রয়োজন।
এনটিভি অনলাইন : ছবিতে কলকাতার নবাগত মডেল-অভিনেতা রণবীর আপনার সঙ্গে অভিনয় করেছেন। তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ছিল?
ববি : বাংলাদেশে রণবীবের এটাই প্রথম সিনেমা। কাজের ব্যাপারে অনেক সিরিয়াস রণবীর। শুটিংয়ের প্রস্তুতি, গেটআপ ও মেকআপে অনেক সচেতন ছিলেন তিনি। ছবির প্রচারের সময় আবারও রণবীর ঢাকায় আসবেন।
এনটিভি অনলাইন : ঈদে ছবি মুক্তির সময় কেন বেছে নিলেন?
ববি : প্রথমত, ছবির বাজেট অনেক বেশি। আমরা উন্নত সব প্রযুক্তি ছবিতে ব্যবহার করেছি। ভাবলাম, ঈদে ছবিটি মুক্তি দিলে অনেক দর্শক ছবিটি দেখতে পাবেন। কারণ, ঈদে সবার ছুটি থাকে। এ ছাড়া ঈদে দর্শক নতুন ও বিশেষ সিনেমাগুলোর প্রতি আগ্রহী হয়। আর যদিও দেশের পাশাপাশি বিদেশের অনেক লোকেশনে আমরা শুটিং করেছি, কিন্তু ছবিটি দেখে একবারের জন্যও মনে হবে না যে এটা দেশের ছবি নয়। বাংলাদেশের প্রেক্ষাপটে ছবিটি নির্মাণ করা হয়েছে। ছবির গল্প সায়েন্স ফিকশনধর্মী।
এনটিভি অনলাইন : দেশে ও দেশের বাইরে কোথায় কোথায় ছবির শুটিং হয়েছিল?
ববি : বাংলাদেশের সিলেটে, ভারতের দার্জিলিং ও কলকাতায়, থাইল্যান্ড ও আইসল্যান্ডের সুন্দর সুন্দর অনেক লোকেশনে শুটিং হয়েছিল।
এনটিভি অনলাইন : অভিনেত্রীর পাশাপাশি ছবির প্রযোজকও আপনি। কোনো বাড়তি চাপ অনুভব করছেন কি?
ববি : একটু চাপ তো লাগছেই। বুঝতেই পারেছেন, প্রথমবারের মতো অনেক বড় দায়িত্ব নিয়েছি।
এনটিভি অনলাইন : মুক্তির অপেক্ষায় আর কী কী ছবি আছে?
ববি : ‘বৃদ্ধাশ্রম’ ও ‘নীলিমা’। সামনে শিগগির নতুন সিনেমার খবর জানাতে পাবর।