সালমান-কারিনার রোমান্টিক ফটোশুট
আর মাত্র দুদিন বাকি। ঠিক ১৭ তারিখ মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ছবি ‘বজরঙ্গি ভাইজান’। দর্শকের সঙ্গে সঙ্গে বক্স অফিসের প্রতীক্ষা, এ বছরের সবচেয়ে ব্যবসাসফল বলিউড ছবি কি হতে যাচ্ছে এটি? অন্যদিকে প্রচারের চেষ্টার কমতি রাখছেন না সালমান-কারিনা। ফিল্মফেয়ারের জন্য এক দারুণ ফটোশুটে ক্যামেরার মুখোমুখি হয়েছেন তাঁরা।
যেকোনো ছবি মুক্তি পাওয়ার আগ দিয়ে এখন বিভিন্ন মাধ্যমে প্রচারণা বলিউডে নিয়মিত বিষয়। প্রচারণার ক্ষেত্রে সালমান সব সময়ই সাবলীল ও পারদর্শী। তাঁর সঙ্গে কারিনার জুড়ি হলে তো কথাই নেই! দুজনের যৌথ উদ্যোগে প্রচারণার বিচারে এখন শতভাগ নম্বর দেওয়া যেতে পারে ‘বজরঙ্গি ভাইজান’কে।
বলিউডে ফিল্মফেয়ার কেবল প্রভাবশালী নয়, অভিজাত ম্যাগাজিনও বটে। এমন ম্যাগাজিনে সালমান-কারিনার এই রোমান্টিক ‘কাপল’ ফটোশুট ছবিটির প্রচারে ভালো ভূমিকা রাখার কথা। ফরমাল স্যুটে সালমান আর কালো গাউনে কারিনা ছিলেন বরাবরের মতো স্বচ্ছন্দ, পারফেক্ট। ম্যাগাজিনের প্রচ্ছদে সাদা হরফে লেখা, ‘সালমান-কারিনা, ব্লকবাস্টার টিম ইজ ব্যাক’!
কেবল সালমান-কারিনার যুগল ছবিই নয়, কারিনার একক কিছু ছবিও রয়েছে এই ফটোশুটে। কারিনার স্টাইলিংয়ের কাজ করেছেন তানিয়া গভরি। তাঁর কাজে কত নম্বর দেওয়া যাবে, সে ভার পাঠকের জন্যই থাকুক!
‘বজরঙ্গি ভাইজান’ ছবিতে আরো রয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। ছবিটি পরিচালনা করেছেন কবির খান।