ভিন্নভাবে ঈদ পালনের আহ্বান অনন্ত জলিল ও বর্ষার
ফিল্ম প্রোডাকশন টিম মোশন ভাস্কর সম্প্রতি একটি ছোট ভিডিও ক্লিপ তৈরি করেছে। সেখানে নায়ক অনন্ত জলিল ও বর্ষা দর্শকদের ঈদের শুভেচ্ছা জানান। এ সময় তাঁরা আসন্ন ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।
নায়ক অনন্ত বলেন, ‘প্রতিবছর আমরা বিভিন্ন রকম উৎসব পালন করি, নতুন জামা পরি, ভালো খাবার খাই, বেড়াতে যাই। কিন্তু আমাদের আশপাশেই কিছু মানুষ থাকে যাদের আমরা দেখেও দেখি না। এদের ভালো জামা, খাবার কিছুই নেই। ঈদ এদের জন্য আর দশটা দিনের মতোই সংগ্রামের।’ তাই ভিডিওতে তারকা জুটির পক্ষ থেকে আহ্বান করা হয়, এবারের ঈদটি যেন একটু ভিন্নভাবে, কিন্তু পরিপূর্ণভাবে পালন করেন সবাই। ভিডিওচিত্রটি পরিচালনা করেছেন ভিকি জাহেদ।
এর আগে প্রযোজনা সংস্থা মোশন ভাস্কর ব্রেস্ট ক্যানসার, ইভটিজিং, সেলফি, জাকাতবিষয়ক সচেতনতামূলক ভিডিও এবং ক্রিকেট বিশ্বকাপ চলাকালে ‘জলিলের বিশ্বাস’ ও ফুটবল বিশ্বকাপচলার সময়ে ‘টোকেন অব লাভ ফর হন্ডুরাস’ শিরোনামের প্রমোশনাল টিভিসি তৈরি করে। এর মাধ্যমে অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় ব্যাপক পরিচিতি পায় মোশন ভাস্কর।