আবারও ‘রানা প্লাজা’ নিষিদ্ধে স্তব্ধ সায়মন-পরী
শেষ মুহূর্তে এসে আবারও আটকে গেল ‘রানা প্লাজা’ চলচ্চিত্রের মুক্তি। এ খবর শোনার পর ছবির নায়িকা পরী মণি ও নায়ক সায়মন দুজনই একই রকম প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁরা এনটিভি অনলাইনকে বলেন, এই খবর পেয়ে তাঁরা স্তব্ধ।
আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি শেষে আজ দুপুরে আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ‘রানা প্লাজা’ ছবিটি প্রদর্শনে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত স্থিতাবস্থা রাখার আদেশ দেন। রিভিউ আবেদনটি করেছিলেন ন্যাশনাল গার্মেন্টস অ্যাসোসিয়েশন ওয়ার্কার্স লীগের সভাপতি সিরাজুল ইসলাম রনি।
পরী মণি অবাক হয়ে বলেন, ‘এ খবর শোনার পরই আমার কান্না পাচ্ছে। মনে হচ্ছে মাথায় বাজ পড়েছে। কারণ এই ছবিটির সঙ্গে অনেক অনুভূতি জড়িয়ে আছে। একটি সন্তান যদি বারবার আহত হয়, তাহলে সেটা কারোই ভালো লাগে না। এই ছবি আমার কাছে সন্তানের মতো।’
এদিকে ছবিটি প্রদর্শনে আবারও বাধা আসায় একই রকম প্রতিক্রিয়া জানিয়েছেন নায়ক সায়মন। তিনি বলেন, ‘খবরটি শোনার পর স্তব্ধ হয়ে বসে আছি।’ সায়মন এ বিষয়ে নিজের ফেসবুক পেজেও একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেছেন, ‘খুব খুব খুব কষ্ট নিয়ে জানাচ্ছি আগামীকাল রানা প্লাজা মুক্তি পাচ্ছে না। মহামান্য হাইকোর্ট আবারও নিষেধাজ্ঞা দিয়েছে। সবাই ভালো থাকবেন।’
এর আগে গত ২৪ আগস্ট রানা প্লাজা ধসের ঘটনা নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘রানা প্লাজা’র প্রদর্শনী ও সম্প্রচারে ছয় মাসের নিষেধাজ্ঞা আরোপ করেন হাইকোর্ট। চলচ্চিত্রটি ৪ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু পরে নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় ছবিটি ১১ সেপ্টেম্বর মুক্তি দেওয়ার প্রস্তুতি নেয় ছবিটির প্রযোজক ও পরিচালক। কিন্তু এর আগেই, ১০ তারিখ আবারও নিষেধাজ্ঞার মুখে পড়ল ছবিটি।