বিগ বসে সালমানের ‘গোপন স্ত্রী’ হচ্ছেন ভারতী?
বলিউড সুপারস্টার সালমান খানের রিয়েলিটি শো ‘বিগ বস’ তিনের ব্যঞ্জন—নাটকীয়তা, যুদ্ধ ও বিতর্ক। এই শো দর্শককে বিস্মিত করতে কখনোই ব্যর্থ হয়নি। প্রতি পর্বেই দর্শক নতুন কিছু দেখেন আর অবাক হন। এবারের ১২তম মৌসুমের আসন্ন পর্বটিও ভক্তদের জন্য আরো মজার, আরো বিস্ময়কর হতে যাচ্ছে।
পর্বটিকে আকর্ষণীয় করতে বিগ বস নির্মাতা নতুন একটি পরিকল্পনা করেছেন। বিগ বসের ঘরে ঢুকবেন জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং। খবর বেরিয়েছে, শোতে সালমানের গোপন স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন ভারতী।
সংবাদমাধ্যম মুম্বাই মিররের প্রতিবেদন অনুযায়ী, ‘ভারতী নয় শিশুকে সঙ্গ দেবেন। তারা এই শোর নয় মৌসুমকে প্রতীকীভাবে উপস্থাপন করবে, এই শোগুলোর সঞ্চালক ছিলেন সালমান। তাঁদের একজন হিসেবে সঞ্জয় দত্ত শিশুর ভূমিকায় থাকবেন। পঞ্চম মৌসুমে সালমানের সহ-সঞ্চালক ছিলেন সঞ্জয়।’
এর পর ভারতী সিং বিগ বসের ঘরে প্রবেশ করবেন এবং এবারের মৌসুমের একক প্রতিযোগী নেহা পেন্দসের সঙ্গে মজা করবেন। নেহা ও ভারতী খুব ভালো বন্ধু। এর আগেও তাঁরা এই শোতে এসেছিলেন।
বিগ বসের ১২তম মৌসুমের প্রিমিয়ারে সালমান ঘোষণা দিয়েছিলেন, ভারতী সিং ও তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়া ‘বিচিত্র জুটি’ হিসেবে থাকবেন। অবশ্য এর আগে তাঁরা নিজেদেরকে এবারের মৌসুমের অংশ বলেছিলেন। ভক্তরা মনে করেছিল, এই ঘোষণা শুধুই প্রচারণার অংশ।
প্রতি মৌসুমে নতুন নতুন আইডিয়া নিয়ে হাজির হয় বিগ বস। এবারের আকর্ষণ বিচিত্র জুটি। তবে জুটি হিসেবে শুধু যে স্বামী-স্ত্রী বা প্রেমিক-প্রেমিকা যেতে পারবেন, তা নয়। সালমান জানিয়েছিলেন, যেকোনো অন্তরঙ্গ দুজনই জুটি হতে পারবেন।
ভারতের টেলিভিশনে অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস। বিগ বসে সঞ্চালনার জন্য এ বছর সালমান খান প্রতি পর্বে ১৪ কোটি রুপি নিচ্ছেন। আর সব মিলিয়ে এ সিজনে বলিউড ভাইজান প্রায় ৩০০ কোটি রুপি ঘরে তুলবেন।
এবারের মৌসুমে পর্নোতারকা ড্যানি ডি-মাহিকা শর্মা, দুই বোন অভিনেত্রী তনুশ্রী দত্ত ও ইশিতা দত্ত, মডেল স্কারলেট এম রোজসহ অনেকেই বিগ বসের ঘরে ঢুকবেন।
তবে বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তোলার পর মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) এক নেতা তনুশ্রী দত্তর বিরুদ্ধে মামলা করেছেন। গত বুধবার এমএনএসের যুব সংগঠন বিগ বস নির্মাতার কাছে একটি চিঠিও দিয়েছে, যেন রিয়েলিটি শোতে তনুশ্রী দত্তকে ঢুকতে দেওয়া না হয়।
তনুশ্রী দত্ত ও তাঁর বোন ইশিতা দত্ত বিগ বসে উপস্থিত হবেন কি না, তা জানতে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। সূত্র : ইন্ডিয়া টিভি