ঐশ্বরিয়ার কথায় আবেগাপ্লুত সালমান!
সালমান খানের সাবেক প্রেমিকা ঐশ্বরিয়া রাই বাচ্চন এখন আসন্ন ছবি ‘জাজবা’র প্রচার নিয়ে ব্যস্ত। অন্যদিকে সালমান খান ব্যস্ত তাঁর শুরু হতে যাওয়া সেলিব্রিটি রিয়েলিটি শো ‘বিগ বস’ নিয়ে। গত কয়েক বছরে দেখা গেছে, এই রিয়েলিটি শোতে অনেক তারকাই এসেছেন তাঁদের আসন্ন ছবির প্রচারণার জন্য। সেই সুবাদে ঐশ্বরিয়াকেও হয়তো ছবির প্রচারণার জন্য এই শোতে দেখার কথা ভাবছেন দর্শক। কিন্তু অবস্থা দেখে মনে হচ্ছে, ঐশ্বরিয়ার ভক্তদের হতাশ করবেন খোদ সালমান খানই! প্রতিবেদনে এমনটাই জানিয়েছে এনডিটিভি।
এক সংবাদ সম্মেলনে সালমানের কাছে জানতে চাওয়া হয়, তাঁর শোতে ছবির প্রচারণার জন্য ঐশ্বরিয়া আসবেন কি না? এই প্রশ্ন শুনে মুচকি হাসলেন সালমান। তারপর বললেন, ‘কী ইমোশনাল প্রশ্ন জানতে চাইছেন!’
সাংবাদিকদের এই প্রশ্নের উত্তর তো দিলেনই না বরং সম্মেলন শেষে গুনগুন করে গান গাইতে গাইতে বেরিয়ে যান তিনি। জানা গেছে, সালমান নাকি ‘হার দিল জো পেয়ার কারেগা’ ছবির একটি জনপ্রিয় গানের কথা একটু পাল্টে নিয়ে সে সময় গেয়ে ওঠেন নিচু গলায়- ‘আতে যাতে যো মিলতা হ্যায় তুমসা লাগতা নেহি’। সাংবাদিকদের প্রশ্নে সালমান সত্যিই বোধহয় সেই মুহূর্তে আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন। কী আর করা, পুরোনো প্রেম কি কখনো ভোলা যায়?
‘জাজবা’ ছবি দিয়ে দীর্ঘ পাঁচ বছর পর বড়পর্দায় ফিরে আসছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। এই ছবির জন্য ঐশ্বরিয়া জানপ্রাণ দিয়ে প্রচারণা চালাবেন সেটা বোঝাই যায়। কিন্তু সালমানের রিয়েলিটি শোতে ঐশ্বরিয়ার কি আসবেন শেষ পর্যন্ত?