বিপদই সালমানের প্রেরণা!
এই ছবির কাজ চলতে চলতেই প্রায় জেলহাজতে চালান হয়ে গিয়েছিলেন সালমান খান। কপালজোরে সেখান থেকে ফিরে ‘প্রেম রতন ধান পায়ো’র কাজ শেষ করেছেন। ছবির ট্রেলার মুক্তির দিন জানালেন, বিপদ আর চাপের মুখেই ভালোভাবে কাজ করার তাগিদ অনুভব করেন তিনি। বক্স অফিস ক্যাপসুলের খবরে পাওয়া গেল এ বিষয়ে সালমানের বিচিত্র ব্যাখ্যা।
সুরজ বারজাতিয়ার ছবিতে আবারও নিজের ট্রেডমার্ক চরিত্র ‘প্রেম’ রূপে দেখা মিলবে ব্যাড বয় সালমানের। সেই ‘হাম আপকে হ্যায় কৌন’ থেকে আজকের এই ‘প্রেম রতন ধান পায়ো’, সালমান অপরিবর্তিত ‘প্রেম’ রূপে। মাঝে অনেক লম্বা সময় পার করেছেন বহু সমস্যা ঘাড়ে নিয়ে। তবে সল্লুর কথা চমকে দেওয়ার মতোই, ‘যখন আমি খুবই কঠিন আর বিপদাপন্ন সময় পার করি, আমার সিনেমার কাজ তখন ততই ভালো হতে থাকে। কাজেই এ বিষয়টা মনে রাখতে হবে, আর ছবি মুক্তির সঙ্গে সেই সব বিষয়কে একদমই জড়ানো যাবে না কিন্তু’! এমনই সাফ সাফ কথা সালমানের। বলতেই পারেন, এই ছবিটির সময়ে তো জীবনের সবচেয়ে কঠিন সময়টাই পার করেছেন সালমান।
আগামী ১২ নভেম্বর মুক্তি পাবে ‘প্রেম রতন ধান পায়ো’। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন সোনম কাপুর।