‘বিশ্বসুন্দরী’ পরী মণির যাত্রা শুরু
ঢাকার সিনেমার আলোচিত নায়িকা পরী মণি। বিশ্বসুন্দরী হয়ে নতুন করে যাত্রা শুরু করলেন তিনি। গতকাল থেকে ফরিদপুরে শুরু হয়েছে চয়নিকা চৌধুরীর প্রথম চলচ্চিত্র ‘বিশ্বসুন্দরী’ ছবির শুটিং। এই ছবির মধ্য দিয়ে আবারও বড়পর্দার ক্যামেরার সামনে এলেন পরী।
পরী মণি বলেন, “‘স্বপ্নজাল’ সিনেমায় অভিনয় করার পর থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম, ভালো মানের চলচ্চিত্র, চিত্রনাট্য ও চরিত্র না পেলে আর কখনো চলচ্চিত্রে কাজ করব না। আর তাই একটু বেছে বেছে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। কেননা, ভালো কাজ দিয়েই সবার মাঝে আমি বেঁচে থাকতে চাই। ভালো কাজের জন্যই কিছুদিনের বিরতিও ছিল। আশা করি, এই ছবিটি আমাকে বাঁচিয়ে রাখবে।”
চয়নিকা চৌধুরী বলেন, “গতকাল ১৮ জুন থেকে ফরিদপুরে শুরু হয়েছে ‘বিশ্বসুন্দরী’ ছবির শুটিং। প্রথম লটে শুটিং করব ২৫ তারিখ পর্যন্ত। বিশ্বসুন্দরী হতে যা প্রয়োজন, তার সবকিছুই পরীমণির মাঝে আছে। মোটকথা, পরী একটা প্যাকেজ। সুতরাং আমার ছবির জন্য পরীর বিকল্প নেই।”
মুক্তির আগেই ২৩টি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়ে রীতিমতো হৈচৈ ফেলে দিয়েছেন যিনি, তাঁর নাম পরী মণি। মডেলিং থেকে ছোটপর্দায় এবং তারপর রুপালি পর্দায় অভিনয় শুরু করেন পরী মণি। শাহ আলম মণ্ডল পরিচালিত ‘ভালোবাসা সীমাহীন’ ছবির মধ্য দিয়ে বড়পর্দায় যাত্রা শুরু করেন তিনি।
‘বিশ্বসুন্দরী’ ছবিটিতে পরী মণিকে দেখা যাবে শোভা চরিত্রে। এই ছবির মাধ্যমেই এই প্রথমবারের মতো পরী মণি জুটি বাঁধলেন সিয়ামের সঙ্গে। বর্তমানে ফরিদপুরে শুটিংয়ে অংশ নিচ্ছেন অভিনেত্রী মনিরা মিঠু, অভিনেতা ফজলুর রহমান বাবু ও পরী মণি। সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘বিশ্বসুন্দরী’ ছবিতে পরী-সিয়াম ছাড়াও ছবিটিতে আরো অভিনয় করেছেন ছবিটিতে আরো অভিনয় করবেন সুবর্ণা মুস্তাফা, আনন্দ খালেদ, প্রমুখ।