এখনই বিয়ে করবেন না আনুশকা
কয়েক দিন আগেই প্রেমিক বিরাট কোহলি এবং বাবাকে নিয়ে বাড়ি খুঁজেছেন। প্রেমের সম্পর্ক শিগগিরই বুঝি পরিণয়ের দিকে এগোচ্ছে, এমন খবর চাউর হওয়া তাই সময়েরই অপেক্ষা ছিল। হয়েছে তেমনটাই। তবে আনুশকা শর্মা নিজেই নাকচ করে দিয়েছেন এমন সম্ভাবনা। এনডিটিভির খবরে জানা গেল, আপাতত বিয়ের কোনো চিন্তাভাবনা নেই তাঁর।
ভারতীয় গণমাধ্যম মিড ডে একটি ‘সূত্র’-এর উল্লেখ করে বলেছিল আনুশকা-বিরাটের বিয়ের কথা! সূত্রের বক্তব্য ছিল এমন, ‘আনুশকা আর বিরাট নিজেদের সম্পর্কের ব্যাপারে খুবই নিশ্চিত এবং শক্ত অবস্থানে রয়েছেন। কাজেই তাঁরা সম্পর্কটি বিয়ের দিকে নিয়ে যেতে চান। খুব শিগগির দুজনের পরিবার একসঙ্গে বসবে। আগামী বছরেই সম্ভবত তাঁরা বিয়ে করবেন।’
যাহোক, আপাতত কি আগামী বছর—বিয়ের সময় হিসেবে কোনোটাকেই ধরছেন না আনুশকা। কারণ, বিয়ের চিন্তা এখন তাঁর মাথাতেই নাকি নেই! এ নিয়ে তিনি বলেছেন বরাবরের মতই, স্পষ্ট ভাষায়, ‘আমরা কিছুই লুকোচ্ছি না। আমরা আর সবার মতই দুজন মানুষ, যাঁরা ভালোবাসার সম্পর্কে আবদ্ধ। যেহেতু আমরা পাবলিক ফিগার, সে কারণে আমাদের সম্পর্কের বিষয়টি সবার জন্য মুখরোচক, বিনোদনের বিষয়। আর আমার জন্য এটা মোটেও স্বস্তিকর নয়। এটা আমার একান্ত ব্যক্তিগত বিষয়, এটা নিয়ে আর কেউ চা-কফির টেবিলে মজায়-ঠাট্টায় মজে যাক, তা আমি কখনোই চাই না। আপাতত বিয়ের কোনো চিন্তা নেই।’
আনুশকা আপাতত কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। করণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ অভিনয় করছেন রণবীর কাপুরের বিপরীতে। বিরাটও ব্যস্ত খেলার ময়দানে। সবাইকে বিয়ে নিয়ে জল্পনা-কল্পনা কিংবা অনুমাননির্ভর তথ্যে ভরসা না করে বরং ঘোষণা না দেওয়া পর্যন্ত অপেক্ষা করার অনুরোধ জানান আনুশকা।