টিকেট না পেয়ে সালমান-ভক্তের আত্মহত্যা!
ভক্তদের ভালোবাসা সব সময়ই চান তারকারা। তবে সেই ভালোবাসা মাঝেমধ্যেই বাড়াবাড়ি পর্যায়ের হয়ে যায়, যা সেই তারকার জন্য সামাল দেওয়া কষ্টকর হয়ে পড়ে। সালমান খান তাঁর ভক্তদের অনেক পাগলামির সঙ্গেই পরিচিত, তাই বলে এমন ‘পাগলামি’ হয়তো কখনোই কল্পনা করেননি তিনি! ইন্ডিয়া টাইমসের খবরে জানা গেল, ‘প্রেম রতন ধান পায়ো’র টিকেট না পেয়ে হতাশায় আত্মহত্যা করেছেন সালমানের এক ভক্ত।
‘প্রেম রতন ধান পায়ো’ এখন বলিউড বক্স-অফিসের পুরোনো সব রেকর্ড ভেঙে নতুন ইতিহাস লেখার পথে। প্রথম দিনেই ৪০ কোটি রুপির ব্যবসা করেছে, তার পরে তিন দিনেই ডমেস্টিক বক্স-অফিসে ১০০ কোটি রুপি আয় পেরিয়েছে ছবিটির। সুতরাং এ থেকে সহজেই বোঝা যায়, সুরজ বরজাতিয়ার এই বহুল আলোচিত পারিবারিক ছবিটির টিকেট পাওয়া খুব একটা সহজ বিষয় নয়। সবখানে সব হলেই এখন শুধু ‘হাউসফুল’ ব্যানার ঝুলছে। এদিকে দর্শকেরও আর তর সইছে না।
মধ্য প্রদেশের বজরঙ্গ নগর এলাকার এক যুবকের ইচ্ছা ছিল, প্রথম দিনেই দেখে ফেলবেন ছবিটি। এ জন্য তড়িঘড়ি চলে যান সিনেমা হলে। কিন্তু ভাগ্য তাঁর সুপ্রসন্ন ছিল না। গিয়ে জানতে পারেন, সব টিকেট এরই মধ্যে বিক্রি হয়ে গেছে। কাজেই ম্যানেজারও তাঁকে কোনো টিকেট দিতে পারেননি।
এর পরই চরম দুর্ঘটনাটি ঘটেছে। ওই যুবক বাড়ি ফিরে এতটাই হতাশ হয়ে পড়েন যে সোজা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
যুবকের নাম-পরিচয় এখনো বিস্তারিত জানা যায়নি। সালমান খানও এ বিষয় নিয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি এখনো। এমন খবর তো নিশ্চয়ই তাঁর কাছে পৌঁছে যাওয়ার কথা!