ভারতীয় হিসেবে আমি গর্বিত : আমির খান
অবশেষে নিজের প্রতিক্রিয়া জানালেন আমির খান। ধর্মীয় অসহিষ্ণুতার প্রতিবাদে দেশ ছাড়ার কথা বলেছেন তাঁর স্ত্রী- সোমবার এমন মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন আমির খান। তবে আজ বুধবার এক বিবৃতিতে আমির জানিয়েছেন, ‘আমি একজন দেশপ্রেমিক ভারতীয়। কে, কী বলল, তাতে কিছু যায় আসে না।’ এ খবর জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
সংবাদ মাধ্যমে পাঠানো বিবৃতিতে আমির লিখেছেন, ‘আমাদের কখনোই দেশ ত্যাগ করার ইচ্ছে ছিল না বা ভবিষ্যতেও এ ধরনের কোনো ইচ্ছে নেই। যাঁরা এর উল্টোটা ভাবছেন তাঁরা আমার সাক্ষাৎকারটি পুরোটা পড়েননি অথবা আমি যা বলেছি তা ইচ্ছে করেই ভুলভাবে ব্যখ্যা করেছেন। ভারত আমার দেশ। আমি আমার দেশকে ভালোবাসি এবং এই দেশে জন্মানোর কারণে আমি নিজেকে ভাগ্যবান মনে করি এবং আমি আমৃত্যু এখানেই থাকব।’
৫০ বছর বয়সী আমিরের বক্তব্যের প্রতিক্রিয়া এবং পাল্টা প্রতিক্রিয়া নিয়ে সরগরম রয়েছে ভারতের রাজনৈতিক এবং সাংস্কৃতিক অঙ্গন। মুম্বাইয়ে আমিরের বাড়ির সামনে প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন হিন্দুত্ববাদী দলের নেতা-কর্মীরা। এ সময় তারা আমিরের কুশপুত্তলিকা দাহ করে।
আমির তাঁর বিবৃতিতে আরো লিখেছেন, ‘যাঁরা আমাকে জাতীয়তাবাদবিরোধী হিসেবে আখ্যা দেওয়ার চেষ্টা করছেন, তাঁদের উদ্দেশে বলছি, একজন ভারতীয় হিসেবে আমি গর্বিত এবং তার জন্য আমার কারো কাছ থেকে অনুমতি বা প্রত্যয়ন নেওয়ার প্রয়োজন নেই।’
যাঁরা তাঁর পাশে দাঁড়িয়েছেন তাঁদের উদ্দেশ্যে আমির লিখেছেন, ‘আমাদের এই সুন্দর দেশটিকে রক্ষা করতে হবে। দেশের সার্বভৌমত্ব, বৈচিত্র্য এবং সবার অংশগ্রহণমূলক প্রচেষ্টাকে অব্যাহত রাখতে হবে। আমাদের দেশের সব ভাষা, সংস্কৃতি, ইতিহাস ও সহিষ্ণুতা, একাত্মবাদ, ভালোবাসা, সহনশীলতা এবং মানসিক শক্তিকে পুঁজি করেই সামনে এগিয়ে যেতে হবে।’
সবশেষ কবিগুরুর ‘চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির’ কবিতা দিয়ে বিবৃতি শেষ করেছেন আমির খান।