শুটিং করতে প্রথম দেশের বাইরে যাচ্ছেন মম
অভিনেত্রী জাকিয়া বারী মম, বিচিত্র সব চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের কাছে এখন জনপ্রিয়। তবে অবাক করার মতো ব্যাপার হলো, ক্যারিয়ারের নয় বছরে নাটক কিংবা চলচ্চিত্রের সব শুটিং দেশেই করছেন মম। শুটিংয়ের জন্য কখনো তাঁর দেশের বাইরে যাওয়া হয়নি।
কিন্তু এবার প্রথমবারের মতো মম দেশের বাইরে নাটকের শুটিং করবেন। নাটকের নাম ‘স্যাটারডে নাইট’। এটি পরিচালনা করবেন রায়হান খান। নাটকটিতে আরো কাজ করবেন মাহফুজ আহমেদ, নিশো, নাঈম প্রমুখ। আর এই নাটকের শুটিংয়ের জন্যই আগামী ৭ ডিসেম্বর সোমবার থাইল্যান্ডে যাচ্ছেন মম। এনটিভি অনলাইনকে তিনিই বিষয়টি জানান।
মম বলেন, ‘দেশের বাইরে এর আগে আমি ঘুরতে গিয়েছি, নাচের শো করতেও আমার অনেক দেশে যাওয়া হয়েছে। কিন্তু কখনো নাটকের শুটিংয়ের জন্য আমার বাইরে যাওয়া হয়নি। হয়তো গল্প, পরিচালক সবকিছু ব্যাটে-বলে হয়নি। এবারই শুটিংয়ের জন্য প্রথমবারের মতো দেশের বাইরে যাচ্ছি। আশা করছি সবকিছুই ভালোই হবে।’
এদিকে আসছে ভালোবাসা দিবস উপলক্ষে বেশ কিছু নাটকের শুটিং শেষ করেছেন মম। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ভালোবাসা দিবসের নাটকের প্রতি দর্শকদের আগ্রহ একটু বেশি থাকে। ভালোবাসা দিবস উপলক্ষে আমাকে বেশ কিছু নাটকে দর্শক দেখলেও বিরক্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ প্রতিটা নাটকের গল্পে ও চরিত্রে রয়েছে গভীরতা ও ভিন্নতা।’