মঞ্চে কারিনার সঙ্গে নাচবেন অনন্ত জলিল
অসম্ভবকে সম্ভব করাই অনন্ত জলিলের কাজ, ঢাকার মাটিতে সেই রকম এক ‘অসম্ভব’ই করতে যাচ্ছেন তিনি। আগামী ১২ ফেব্রুয়ারি তিনি নাচ পরিবেশন করবেন বলিউড তারকা কারিনা কাপুরের সঙ্গে। অন্তর শোবিজ আয়োজিত ‘ক্লিন ঢাকা কনসার্ট উইথ বলিউড কুইন অ্যান্ড এজে’ শীর্ষক এই অনুষ্ঠান বঙ্গবন্ধু স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে। এমনটাই আজ বুধবার এক সংবাদ সম্মেলনে জানালেন অন্তর শোবিজের কর্ণধার স্বপন চৌধুরী।
স্বপন চৌধুরী বলেন, ‘আমরা এর আগেও এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছি। মানুষের বেঁচে থাকার জন্য বিনোদন দরকার। কিন্তু এই ধরনের অনুষ্ঠান আয়োজন করতে গেলে আমরা কোনো ভেন্যু পাই না। সরকারের কাছে আমার আবেদন থাকবে আমাদের এই বিষয়টিতে তারা যেন নজর দেয়। মানুষকে বিনোদন দেওয়ার পাশাপাশি সামাজিক দায় থেকে আমরা ঢাকাকে পরিষ্কার করার বিষয়ে মেয়র সাঈদ খোকনের সঙ্গে একাত্ম হয়ে কাজ করছি। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা ঢাকা ক্লিনের প্রচারণা চালাব।’
অনন্ত বলেন, ‘একসময় বাংলাদেশের স্মার্ট ছেলেমেয়েরা সিনেমা হলে গিয়ে ছবি দেখা বন্ধ করে দিয়েছিল। আমি কয়েকটা ছবি করার পর ইংলিশ মিডিয়ামের ছাত্ররা ছবি দেখতে শুরু করেছে। সুন্দর জীবনের জন্য সুন্দর একটি পরিবেশ দরকার। সেই লক্ষ্যে স্মার্টলি প্রচারণা চালালে সবার সহযোগিতায় পরিচ্ছন্ন একটা শহর পাব। আসলে মানুষের কাছে ভালো কিছু তুলে ধরলে সে গ্রহণ করে।’
স্বপন চৌধুরী বলেন, ‘কারিনার ১১ তারিখে ঢাকায় আসার কথা রয়েছে। কোনো কারণে পরের দিনও হতে পারে। মূল অনুষ্ঠানটি থাকবে কারিনা ও অনন্তকে ঘিরেই। এর আগে অনেক অনুষ্ঠানেই হৃত্বিকসহ অনেক তারকাই এসেছেন কিন্তু তাঁরা কম সময় ধরে পারফর্ম করায় দর্শক কম আনন্দ পেয়েছে। আমাদের এ কারণে অনন্ত-কারিনার পারফর্ম একটু বেশি সময় নিয়ে করার ইচ্ছে আছে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত অনন্ত জলিল আরো যোগ করেন, ‘সবাই সব সময়ই দেখেছেন অনন্ত-বর্ষা জুটি। এবার সরাসরি তাঁরা দেখবেন অনন্ত-কারিনা জুটি। এর আগে আমি আরেকটি স্টেজ অনুষ্ঠানে অংশ নিয়েছিলাম, সেখানে আমি ওপর থেকে নেমেছিলাম। এই অনুষ্ঠানেও সেই রকম সারপ্রাইজ থাকবে। কারিনার সঙ্গে জুটি বেঁধে আসলে কী করব, সেটা এখনই বলছি না, সেটাও দর্শকদের জন্য সারপ্রাইজ থাকল।’
অনুষ্ঠানে অনন্ত-কারিনার পরিবেশনা ছাড়াও থাকবে কণ্ঠশিল্পী কনিকা কাপুর ও জাভেদ আলীর সংগীত পরিবেশনা। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় থাকবে ঢাকা দক্ষিণ সিটি কপোরেশন এবং ব্যবস্থাপনায় থাকবে উইকেন্ড এবং ই ২৪ ইভেন্ট।