মুছে দেওয়া ছবি ফিরিয়ে আনলেন বিরাট
‘প্রেম এখন চরমে’, ‘সম্পর্ক ভাঙনের পথে’, ‘ব্রেকআপ হয়ে গেছে’ ইত্যাদি নানা ধরনের খবর সেলিব্রেটিদের সঙ্গে নিত্যদিন লেগেই থাকে। বিরাট-আনুশকার ক্ষেত্রেও কিছুদিন হলো এমন ‘ভাঙনের গল্প’ জমজমাট হয়ে উঠেছে। এই গল্পে কাঁচামাল জোগান দিয়েছিল একটি ছবি মুছে ফেলার ঘটনা। কিন্তু সমালোচকদের মুখে ছাই দিয়ে সেই ছবিই আবার নতুন করে আপলোড করেছেন বিরাট।
আলোচিত ছবিটি (সেলফি) ইনস্টাগ্রামে আপলোড করেছিলেন বিরাট কোহলি। তাতে ক্যাপশন ছিল ‘হার্টব্রোকেন’। অবশ্য একটু পরই ছবিটি ডিলিট করে ফেলেন তিনি। এ ঘটনাকে ‘ব্রেকআপ-সেলফি’ বানাতে একটুও সময় লাগেনি গণমাধ্যমের! ব্যস, খবর জমজমাট—সম্পর্ক ভাঙনের দিকে বিরাট-আনুশকা। আর সঙ্গে ঘনিষ্ঠ সূত্রের চিরাচরিত তথ্য তো রয়েছেই!
যত কাণ্ড এই ছবিকে কেন্দ্র করেই। বিরাট যে কারণেই হোক, আবার আপলোড করেছেন ছবিটি। সঙ্গে এবারে যা ক্যাপশন দিয়েছেন, তার ভাবান্তর করলে এমনটাই হয়—‘হা হা হা, মনে হচ্ছে এই ছবিটা ডিলিট করে আমি মস্ত বড় একটা ভুল করেছিলাম। যাহোক বন্ধুগণ, ছবিটা আবার দিলাম!’
মাঝে ক্যারিয়ারে অধিনায়কত্ব পেলেও ব্যাট হাতে একেবারেই রান পাচ্ছিলেন না বিরাট কোহলি। তবে অস্ট্রেলিয়া সফরের পর সেই চাপ থেকে কিছুটা হলেও মুক্তি মেলার কথা তাঁর। তবে দুজনেই এখন খুব ব্যস্ত, কাজেই সম্পর্কে মনোমালিন্য তৈরি হওয়া বিচিত্র কিছু নয়। আনুশকা এখন সালমান খানের ‘সুলতান’ নিয়ে মহাব্যস্ত! কাজেই একজনের যে আরেকজনকে দেওয়ার মতো কোনো সময় নেই, সেটা পরিষ্কার।
সুতরাং মুছে ফেলা ছবি আবারো দিয়ে কী বোঝাতে চাইলেন বিরাট, সে প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে!