আনুশকার এনএইচ টেন, ৩ দিনে ১৩ কোটি
আনুশকা শর্মার ক্যারিয়ার এখন বেশ তুঙ্গে। গত বছরের শেষ দিকে মুক্তি পাওয়া ‘পিকে’ তো রেকর্ড পরিমাণ ব্যবসা করেছে। যদিও ছবি হিটের কৃতিত্ব ‘পিকে’র আমির খান এবং পরিচালক রাজকুমার হিরানির ঝুলিতেই গেছে। কিন্তু আনুশকা যে কম যান না, সেটা তিনি দেখিয়ে দিয়েছেন তাঁর সম্প্রতি মুক্তি পাওয়া ছবি ‘এনএইচ টেন’ দিয়ে।
গত ১৩ মার্চ মুক্তি পাওয়ার পর মাত্র তিন দিনে ছবিটি আয় করেছে ১৩ কোটি রুপি। এনডিটিভির খবরে জানা গেল এই ফলাফল। মুক্তির প্রথম দিনেই সাত কোটি ৮৫ লাখ রুপি আয় করা ছবিটির বাজেট ছিল ১৪ কোটি রুপি। প্রথম সপ্তাহ শেষে ছবিটি আরো শক্ত অবস্থানে পৌঁছে যাবে বলেই ধারণা করছেন বলিউডের বাজার-বিশ্লেষকরা।
খবরটা আনুশকার জন্য দুই দিক থেকে সুসংবাদের। কারণ, একে তিনি ছবির অভিনেত্রী, আবার প্রযোজকও। এ ছবির মাধ্যমে অনুরাগ কাশ্যপ এবং বিক্রমাদিত্য মোটওয়ানেদের সঙ্গে মিলে প্রযোজনার কাজটাও ধরে ফেলেছেন আনুশকা।
পুরুষপ্রধান সমাজে নারীর নিরাপত্তা, সম্মান এবং অনার কিলিংয়ের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে এগিয়েছে ছবির গল্প। ছবিটি পরিচালনা করেছেন নভদ্বীপ সিং।
এতে আনুশকার সঙ্গে অভিনয় করেছেন নেইল ভুপালাম। স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন আনুশকা ও নেইল। রোড ট্রিপে ঘুরতে বের হয়ে সন্ত্রাসীদের আক্রমণের স্বীকার হয় তারা। দুর্বিষহ সেই অভিজ্ঞতার কথাই ছবিতে ফুটিয়ে তোলা হয়েছে। ছবিটিতে খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন ‘ম্যারি কম’ ছবির অভিনেতা দর্শন কুমার।