বিরাটের প্রশংসায় আনুশকার সাড়া
সম্পর্কের শুরু থেকেই লুকোছাপার ধার ধারেননি দুই ক্ষেত্রের এই দুই তারকা। একজনের কারবার ব্যাট-বল নিয়ে, আরেকজনের লাইট-ক্যামেরা-অ্যাকশন। বিরাট কোহলি আর আনুশকা শর্মা গণমাধ্যমের সামনেও কথাবার্তা বলেন একদম সোজাসাপ্টা। সামাজিক মাধ্যম টুইটারে দেখা গেল তাদের সপ্রতিভতা। প্রেমিকার প্রযোজিত ছবি ‘এনইচ১০’ দেখে উচ্ছ্বসিত বিরাট বিশাল এক টুইট করেছেন। ইন্ডিয়া টুডের খবরে জানা গেল, বিশাল সেই টুইটের মিষ্টি জবাব দিয়েছেন আনুশকাও!
দর্শক থেকে সমালোচক কিংবা বক্স অফিস- সবখানেই প্রশংসা মিলছে ‘এনএইচ১০’-এর। প্রেমিকপ্রবর বিরাটই বা বাদ থাকবেন কেন! তবে প্রশংসার চেয়েও বড় কথা, আনুশকার জন্য ভালোবাসার কথা একদম ঢোল পিটিয়ে জানিয়ে দিয়েছেন বিরাট! ‘মাত্র এনএইচ১০ দেখলাম। একদম যেন উড়ে গেছি আমি! কী দারুণ একটা ছবি, আর বিশেষ করে আমার ভালোবাসার আনুশকা কী দুর্দান্ত পারফরম্যান্সই না দেখিয়েছে! খুবই গর্বিত আমি!’ সাথে জুড়ে দিয়েছেন একটি স্মাইলি। বিরাটের ‘বিরাট’ প্রশংসাভরা ভালোবাসার ছোট্ট প্রত্যুত্তর আনুশকার, ‘ধন্যবাদ তোমাকে। আমিও খুব খুশি!’ স্মাইলি যে আনুশকাও জুড়ে দিয়েছেন, তা কি আর বলতে হয়!
বিরাটের ‘বিরাট’ টুইটে রিটুইট হয়েছে ১০ হাজার, আর এটি পছন্দ বা ফেভারিটে তালিকাভুক্ত হয়েছে ১৬ হাজার জনের! কি, বিশ্বাস হচ্ছে তো? শুধু তাই নয়, আনুশকার ছোট্ট ধন্যবাদেও রিটুইটের সাড়া এসেছে প্রায় দুই হাজার; আর একে ফেভারিটে অন্তর্ভুক্ত করেছেন প্রায় চার হাজার ব্যবহারকারী। হতেই পারে, ভারতীয় চলচ্চিত্র আর ভারতীয় ক্রিকেটের দুই বিশাল বিজ্ঞাপনের ভালোবাসাবাসির গল্প বলে কথা!
এর আগে বিভিন্ন সাক্ষাৎকারে বিরাটের সাথে সম্পর্কের কথা অকপটে বলেছেন আনুশকা শর্মা। এক সংবাদ সম্মেলনে বিরাটও জানিয়েছেন তাঁর ভালোবাসার কথা।