এবার ডেইজিকে গাড়ি উপহার দিলেন সালমান
‘দিল দরিয়া’ হিসেবে বলিউডে নামডাক আছে সালমান খানের। প্রিয়জন ও বন্ধুবান্ধবদের দামি উপহার দিয়ে চমকে দিতে ভালোবাসেন তিনি।
সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফকে ঝকঝকে নতুন গাড়ি উপহার দিয়েছিলেন। ক্যাটরিনা অবশ্য পরে সালমানকে ছেড়ে রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। তখন সালমানের দেওয়া গাড়িটি বিক্রি করে দিয়েছিলেন ক্যাট।
তবে বন্ধুদের দামি উপহার দেওয়া বন্ধ হয়নি সালমানের। এই তো কয়েকদিন আগে ডেইজি শাহকে নতুন এক গাড়ি উপহার দিয়েছেন সালমান খান।
২০১৪ সালে সালমান খানের বিপরীতে ‘জয় হো’ ছবিতে অভিনয় করেছিলেন ডেইজি। এর আগেও টুকটাক কাজ করেছেন তিনি। তবে সালমানের বিপরীতে মূল চরিত্রে অভিনয় করার মধ্য দিয়েই ব্যাপকভাবে পরিচিতি পান ডেইজি।
সালমানের ভালো বন্ধু হিসেবেই এখন পরিচিত ডেইজি। সালমানকে গুরু মানেন তিনি। কোনো ছবিতে কাজ করার আগে নাকি সালমানের সঙ্গে পরামর্শ করে নেন ডেইজি। সালমানের পরামর্শেই ‘হেট স্টোরি ৩’ ছবিতেও অভিনয় করেন তিনি- এমনটাই ভাষ্য ডেইজির।
গাড়িচাপা দিয়ে মানুষ হত্যার মামলায় আদালতে অনেক দৌড়ঝাঁপের পর আপাতত শান্তিতেই আছেন সালমান। কোনো পরোয়ানা না থাকায় সালমান এখন ব্যস্ত আছেন যশ রাজ ফিল্মসের ছবি ‘সুলতান’ নিয়ে।
ছবিটিতে কুস্তিগীরের চরিত্রে অভিনয় করছেন সালমান আর তার বিপরীতে আছেন আনুশকা শর্মা।