ববির বদলে আঁচল
ইফতেখার চৌধুরী পরিচালিত ‘অ্যাকশন জেসমিন’ ছবিটি আগামী ২৭ মার্চ মুক্তি পাওয়ার কথা থাকলেও দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে ছবিটির মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে। তবে এখনো ছবি মুক্তির নতুন তারিখ ঠিক হয়নি।
অন্যদিকে আবুল কালাম আজাদ পরিচালিত ‘হৃদয় দোলানো প্রেম’ ছবিটি ৩ এপ্রিল মুক্তির তারিখ নির্ধারণ করা থাকলেও হঠ্যাৎ করে তা এগিয়ে আনা হয়েছে। চলতি মাসের ২৭ তারিখ সারা দেশে মুক্তির দিন ঠিক করেছেন পরিচালক।
এ সিনেমায় চিত্রনায়িকা আঁচলের বিপরীতে অভিনয় করেছেন নবাগত ফাহিম চৌধুরী ও আশিক। এ ছাড়া অভিনয় করেছেন আসিফ, অঞ্জলি, রেহানা জলি, আঞ্জুমান আরা বকুল, সুচরিতা, জেভিন প্রমুখ।
এমন অবস্থায় ববির বদলে আগামী ২৭ মার্চ শুক্রবার দর্শকদের সামনে আসছেন আঁচল। দর্শকদের কাছে আচলের আলাদা ইমেজ থাকায় দেশের এই পরিস্থিতিতেও ছবিটি ভালো ব্যবসা করবে বলে মনে করছেন ছবির পরিচালক।
এ প্রসঙ্গে পরিচালক আবুল কালাম আজাদ বলেন, “৩ এপ্রিল ‘হৃদয় দোলানো প্রেম’ মুক্তি দেওয়ার কথা ছিল। কিন্তু ‘অ্যাকশন জেসমিন’ ছবিটি মুক্তির তারিখ পেছানোতে ২৭ মার্চ আমাদের ছবিটি মুক্তি দিচ্ছি। আঁচলের অনেক দর্শক আছেন, যাঁরা তাঁর নাম শুনেই হলে আসেন। ছবির গল্প ভালো, যে কারণে আমরা আশা করি ভালো ব্যবসা করতে পারব।’
আবুল কালাম আজাদ পরিচালিত ‘হৃদয় দোলানো প্রেম’ ছবিতে গান রয়েছে মোট ছয়টি। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর, ন্যান্সি, এসআই টুটুল, কণা, মনির খান, কনকচাঁপা, মুহিন, স্বরলিপি ও লেমিস।
গানগুলো লিখেছেন দেলোয়ার আরজুদা শরফ, কবির বকুল, শাহ আলম সরকার, প্রদীপ সাহা, ইকবাল হোসেন। সুর করেছেন, মান্নান মোহাম্মদ, ইমন সাহা, রাজেশ, কবির বকুল ও নাজির মাহমুদ।
টোকিও মুভিজের ব্যানারে নির্মিত এ সিনেমার শুটিং হয়েছে পুবাইল, ঢাকা, রাঙ্গামাটিসহ দেশের বিভিন্ন লোকেশনে।