সাইমন-অহনা জুটির প্রথম ‘চোখের দেখা’
আগামী পহেলা এপ্রিল আবারও শুরু হচ্ছে পি এ কাজল পরিচালিত ‘চোখের দেখা’ ছবির কাজ। এই ছবিতে চিত্রনায়ক সাইমন ও অহনা প্রথম বারের মতো জুটিবদ্ধ হয়ে কাজ করছেন। গত মাসে মানিকগঞ্জে ছবির প্রথম পর্যায়ের শুটিং শেষ হয়েছে।
এ ছবিতে অভিনয় প্রসঙ্গে চিত্রনায়ক সাইমন বলেন, ‘আমি খেলা পাগল এক ছেলের চরিত্রে অভিনয় করছি। চলচ্চিত্রটির গল্পে দর্শক ব্যতিক্রম কিছু পাবে। আমার অন্যান্য চলচ্চিত্রের চেয়ে এতে অনেক মনোযোগ দিয়ে অভিনয় করতে হচ্ছে। তবে মানিকগঞ্জের একটি সরকারি কোয়ার্টারে শুটিং হচ্ছে। স্থানীয় সবাই খুব সহযোগিতা করছেন। তাদের অনেক ধন্যবাদ।’
নিজের নতুন নায়িকা অহনার বিষয়ে সাইমন বলেন, ‘অহনা অনেক ভালো অভিনয় করে, বর্তমান সময়ের প্রায় সব নায়িকার সাথেই কাজ করেছি। তবে অহনার সাথে কাজ করতে গিয়ে কখনো মনে হয়নি সে নতুন।’
ছবিটি সম্পর্কে অহনা বলেন, ‘এই ছবির গল্প আমার খুব ভালো লেগেছে। আমার বিশ্বাস দর্শকের মনের মতো একটি চলচ্চিত্র হবে এটি।’
ছবির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করছেন পি এ কাজল। এরই মধ্যে মানিকগঞ্জে চলচ্চিত্রের প্রথম পর্যায়ের শুটিং শেষ হয়েছে। পরিচালক পি এ কাজল বলেন, ‘চলচ্চিত্রের মূল বিষয় হচ্ছে গল্পের পরিবেশ ফুটিয়ে তোলা। আমার এই গল্প গ্রাম বাংলার এক খেলা পাগল ছেলেকে নিয়ে। সে ভালোবাসে অহনাকে কিন্তু বলতে পারে না। এই ছবিতে অহনা ভালো অভিনয় করছে। আমার মনে হয় দর্শক ছবিটিতে নতুন কিছু পাবে।’
এই চলচ্চিত্রে আরো দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন শামস সুমন ও শতাব্দী ওয়াদুদ।