এপ্রিলেই আসছে ‘গুন্ডা’
সব প্রস্তুতি শেষ। এখন শুধু মুক্তির অপেক্ষা। কথা হচ্ছে ‘গুন্ডা’ ছবি নিয়ে। আগামী ১০ এপ্রিল সারা দেশে একযোগে মুক্তি পাচ্ছে ছবিটি। ইস্পাহানি আরিফ জাহানের পরিচালনায় ছবিটিতে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী, আঁচল, অমৃতা খান ও তানভীর। ছবির গল্পে দেখা যায় আঁচলকে তার পরিবারের তরফ থেকে বিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আঁচল বিয়ে করতে চাচ্ছে না। কারণ পছন্দের ছেলেকে সে পায়নি। তার পছন্দ এমন ছেলে যে হবে অনেক সাহসী এবং ভালোবাসবে শুধু তাকেই। একদিন ঘটনাচক্রে বাপ্পীর প্রেমে পড়ে যায় আঁচল।
এই ছবিতে বাপ্পী ও আঁচল ছাড়াও অভিনয় করছেন অমৃতা খান। শুটিংয়ের স্মৃতিচারণা করতে গিয়ে তিনি বলেন, “আমরা উত্তরার আশ্রয় শুটিং হাউজে কাজ করেছি। একদিন শুটিংয়ে মিশা সওদাগর তাঁর সংলাপ বলছিলেন, ‘আমার বাড়ি, গাড়ি, টাকাপয়সা—সব তোমার জন্য। শুধু তুমি আমাকে বিয়ে কর।’ সাথে সাথেই হাসতে শুরু করলাম আমি। সবাইতো অবাক। সবাইকে তখন বললাম, ‘অন্তরে অন্তরে’ ছবিতে মিশা সওদাগর আমার বাবার চরিত্র করেছিলেন। আর এবার ‘গুন্ডা’ ছবির শুটিংয়ে তিনি যখন আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন, তখন বারবার আগের ছবির কথা মনে পড়ে যাচ্ছিল। এ কারণে মিশা সওদাগর ভাইয়ের দিকে যখনই তাকিয়েছি, তখনই হাসি পেয়েছে।”
ছবির পরিচালক ইস্পাহানি আরিফ জাহান বলেন, ‘বাপ্পী ও আঁচল জুটিবদ্ধ হয়ে অনেক ছবিই করেছে। এর মধ্যে তারা সফল কারণ দর্শক এই জুটিকে পছন্দ করেছে। তবে তাদের বেশির ভাগ ছবিই প্রেমনির্ভর, আমি এই ছবিতে বাপ্পীকে অ্যাকশন হিরো হিসেবে উপস্থাপন করেছি। বাপ্পীর অভিনয়, নাচ, ফাইট প্রত্যেকটি বিষয়ের সাথে তার অ্যাকশনটা খুব যায়। তা ছাড়া ছবি মানেই প্রেমের ছবি হতে হবে আমি তা মনে করি না। আমার এর আগের ছবিতে দর্শক আলাদা ধরনের গল্প পেয়েছেন। এই ছবিতেও অন্য ধরনের মজা পাবে যা আমরা প্রকাশ করছি না। আর আঁচল চঞ্চল মেয়ের চরিত্রে ভালো অভিনয় করেছে। বড়লোকের আদরের মেয়ে কিন্তু অ্যাকশন খুব ভালোবাসে। আঁচলের চরিত্রের জন্য অনেক মজার দৃশ্য ছিল যা দর্শকদের আলাদা আনন্দ দেবে। আমি আশা করি দর্শক ছবিটি ভালোভাবে গ্রহণ করবে।’