ব্যস্ততা উপভোগ করছি : রিফাত
ফ্যাশন ডিজাইনার হওয়ার স্বপ্ন ছিল তাঁর। লক্ষ্য পূরণের জন্য পড়াশোনাও করেছেন ফ্যাশন ডিজাইনিংয়ের ওপর। কিন্তু এখন তাঁর ভাবনার আকাশজুড়ে বিরাজ করে অন্য কিছু। মডেলিং, অভিনয়, ফটোশুট—এসব হয়ে উঠেছে তাঁর জীবনের অবিচ্ছেদ্য অংশ।
কথা হচ্ছিল প্রতিভাবান মডেল, প্রতিশ্রুতিশীল অভিনেত্রী রিফাত জাহানকে নিয়ে। তাহলে কি ফ্যাশন ডিজাইনার হওয়ার স্বপ্নটা মন থেকে মুছে ফেলেছেন? প্রশ্নটা করতেই একগাল হেসে রিফাত বললেন, ‘না, সেই স্বপ্নটা এখনো আছে। এখন মডেলিং আর অভিনয় নিয়ে খুব ব্যস্ত আছি। দেখি, কতদূর যেতে পারি। খুব বেশি সফল হতে না পারলে অন্য কিছু ভাবব।’
ভবিষ্যতে অন্য কিছু নিয়ে যে রিফাতকে ভাবতে হবে না, অভিনয় আর মডেলিংয়েই তিনি পৌঁছাবেন সাফল্যের শিখরে—তা স্পষ্ট হলো আরো কিছুক্ষণ কথা বলার পর। রিফাত জানান, তিন বছর আগে ‘পোস্টমর্টেম’ নাটক দিয়ে মিডিয়ায় তাঁর যাত্রা শুরু। ‘সাত পাখি’, ‘জীবন থেকে নেওয়া এই শহরের গল্প’, ‘অতঃপর তিনি কবি হলেন’, ‘এই শহরের দেয়ালজুড়ে ভালোবাসা’, ‘অন্তর্ধান’, ‘হিডেন সোলজার’সহ ১৫টির মতো নাটকে অভিনয় করেছেন। সম্প্রতি আরটিভিতে প্রচারিত হয়েছে একক নাটক ‘অনাকাঙ্ক্ষিত সত্য’। আরটিভিতে এখন প্রচারিত হচ্ছে তাঁর অভিনীত ধারাবাহিক নাটক ‘বাই ফোকাল’।
নাটক তো বটেই, বিজ্ঞাপনে মডেলিং করা নিয়েও সমানতালে ব্যস্ত রিফাত। এরই মধ্যে ‘সান ড্রপ’সহ সাত-আটটি বিজ্ঞাপনের মডেল হয়েছেন। সম্প্রতি কাজ শেষ করেছেন ‘প্রাণ লেয়ার চকলেট’ ও ‘প্রাণ কফি’র বিজ্ঞাপনের। সান ড্রপের বিজ্ঞাপনটি দেশের টেলিভিশনগুলোতে তো বটেই, ভারতের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল স্টার প্লাসেও প্রচারিত হচ্ছে। এটির মতো প্রাণ লেয়ার চকলেট বিজ্ঞাপন নিয়েও যথেষ্ট আত্মবিশ্বাসী রিফাত, ‘আমার বিশ্বাস, এটি বেশ জনপ্রিয়তা পাবে। এই প্রথম কোনো বিজ্ঞাপনে এককভাবে মডেল হলাম। কাজটাও দারুণ হয়েছে।’
এত ব্যস্ততা, তবু যেন এতটুকু ক্লান্তি নেই রিফাতের। মুখে হাসি সব সময় তাঁর লেগেই আছে। বললেন, ‘এই ব্যস্ততাটাকেই আমি উপভোগ করছি। এই ব্যস্ততা কষ্টের নয়, মধুর।’