‘সুলতান’ সালমানের টিজার, শাহরুখের অভিনন্দন
ধুলা উড়িয়ে এগিয়ে আসছে কুস্তিগীর সুলতান আলী খান। কঠিন তার মুখাবয়ব, জাঁদরেল গোঁফ। হরিয়ানার ময়দানে হাজির সব দর্শক এলাকা প্রকম্পিত করে তুলছে ‘সুলতান’, ‘সুলতান’ ধ্বনিতে। এমনভাবেই দর্শকের সামনে এলেন ‘সুলতান’ সালমান খান। গতকালই মুক্তি পেয়েছে ছবিটির প্রথম অফিশিয়াল টিজার। টুইটারে এই টিজার নিয়ে আগ্রহের যেন কূলকিনারা পাওয়া যাচ্ছে না!
এই টিজারে অবশ্য ছবির নায়িকা আনুশকা শর্মার কোনো দেখা মেলেনি। সালমান একাই একশ, নাকি আনুশকার ঝলক নতুন কোনো চমক হিসেবে এখনো লুকিয়ে রাখা হয়েছে; তা নির্মাতারাই জানেন!
আজ দুপুরের দিকে সালমানের বন্ধু, বলিউড কিং শাহরুখ খান মহাউৎসাহ দেখিয়ে শেয়ার করেছেন ‘সুলতান’-এর টিজার। সেখানে তিনি এভাবে লিখেছেন, ‘কী দারুণ ব্যাপার...হরিয়ানার বাঘ এসে পড়েছে...সুলতান ভাইজান!’
চলতি বছরের ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে সালমান খানের এই বিগ বাজেট ছবির। যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মিত এই ছবির প্রযোজনায় রয়েছেন আদিত্য চোপড়া। একই সময়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে শাহরুখ খানের ‘রইস’ ছবিটির। তবে কয়েকদিন আগেই শাহরুখ জানিয়েছেন, একই সময়ে দুটি ছবি (‘সুলতান’ ও ‘রইস’) মুক্তির বিষয়টি পরিবর্তনের জন্য আলোচনায় বসবেন তাঁরা।