মায়ের কারণে বিয়ে করছেন সালমান?
সালমান খানের বিয়ের গুজব কম তো ছড়াল না! এত গুজব ছড়িয়েছে যে বিষয়টি নিয়ে বড় একটি চলচ্চিত্রই নির্মাণ হতে পারে। কাজেই সালমানের কোনো বিয়ে-সংক্রান্ত খবরকেই গুজবের বেশি বলা যাবে না। এই গুজবের নতুন অন্তর্ভুক্তি, চলতি বছরের শেষেই ব্যাচেলর জীবনের সমাপ্তি ঘটাতে চলেছেন বলিউডের ‘ভাইজান’।
পাত্রীর তালিকায় নতুন কোনো নাম অন্তর্ভুক্ত হয়নি। রোমানিয়ান টেলিভিশন তারকা লুলিয়া ভান্তুরকেই জীবনসঙ্গিনী করতে চলেছেন সালমান, এমনই খবর পাওয়া গেল টাইমস অব ইন্ডিয়ায়। তবে প্রেমে মশগুল হয়ে বা কেবল ব্যাচেলর জীবনের সমাপ্তি ঘটাতে নয় এ বিয়ে। মুম্বাই মিররের খবরে জানা গেল, এক বিশেষ কারণে বিয়ের পরিকল্পনা করছেন সালমান খান।
আর কিছুই নয়, সালমান খান বিয়ে করতে চলেছেন মায়ের কারণে। ছেলের ভবিষ্যৎ নিয়ে সালমানের মা খুবই চিন্তিত। কে তাঁর এই ছেলেকে দেখে রাখবে আর যত্ন নেবে, এই নিয়ে নাকি তিনি ভীষণ চিন্তিত। এ কারণেই বছরের শেষ দিকে বিয়ে করতে পারেন সালমান খান। মুম্বাই মিররের যাচাই বলছে, এই বিয়ের মাধ্যমে বলিউডের সবচেয়ে প্রভাবশালী নারীদের একজন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছেন লুলিয়া ভান্তুরের।
আপাতত ‘সুলতান’ ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন সালমান।