আনুশকার পথে চিত্রাঙ্গদা?
চিত্রাঙ্গদা সিং প্রযোজনায় আসছেন—এমন খবর আগেও রটেছিল। ‘হাজারো খোয়াইশে অ্যায়সি’র এই গ্ল্যামার গার্ল একটি ক্রীড়াভিত্তিক কাহিনী নিয়ে ছবি প্রযোজনার ঘোষণা দিয়েছিলেন বছরখানেক আগে। তবে লম্বা সময় পেরোলেও সেটি নিয়ে আর কোনো নতুন খবর মেলেনি। এবারে ফিল্মফেয়ারের খবর বোঝা গেল, প্রযোজনা নিয়ে অনেক গভীরভাবে ভাবছেন বলিউডের এই আবেদনময়ী তারকা।
মডেলিংয়ে দারুণভাবে সফল। গ্ল্যামারে-আবেদনে কম যান না বলিউডের যেকোনো তারকা থেকে। তবুও বলিউডের কঠিন ময়দানে বিশেষ সুবিধা করতে পারেননি চিত্রাঙ্গদা। ছবি বানানোর ঘোষণা দিয়ে চুপটি করে বসেছিলেন এতদিন। এতদিনে কাজের বিষয়ে আভাস দিয়েছেন, তবে স্পষ্টভাবে নয়। ফিল্মফেয়ারের ভাবনা, আনুশকা শর্মার ‘এনএইচ১০’ ছবির সাফল্যই হয়তো অনুপ্রেরণা দিচ্ছে চিত্রাঙ্গদাকে।
নিজের কাজ নিয়ে বেশ উত্তেজিত চিত্রাঙ্গদা। ‘আমি সবকিছু এক ছকে সাজানোর চেষ্টা করছি। এমন একটা কিছু করার চেষ্টা যেটা করতে আমার ভালো লাগবে!’ তবে আগের ঘোষণা দেওয়া কাহিনীটি নিয়েই সিনেমা বানাবেন, নাকি নতুন কোনো কাহিনী নিয়ে কাজ শুরু করবেন—এ ব্যাপারে কিচ্ছুটি বলছেন না তিনি।
‘হাজারো খোয়াইশে অ্যায়সি’ দিয়ে ২০০৩ সালে বলিউডে অভিষেক হয় চিত্রাঙ্গদার। ওই বছর প্রতিশ্রুতিশীল নবাগত হিসেবে বেশ কয়েকটি পুরস্কার পেলেও পরবর্তী সময়ে তেমন কোনো সাফল্য পাননি তিনি। তবে গ্ল্যামার আর আবেদনের ঝলকে মোটামুটি সব সময়েই আলোচিত তিনি বলিউডে। তাঁর অন্যান্য উল্লেখ করার মতো ছবির মধ্যে রয়েছে ‘দেশি বয়েজ’, ‘ইনকার’, ‘আই, মি অউর হাম’। এ বছর অক্ষয় কুমারের বহুল প্রত্যাশিত ছবি ‘গাব্বার ইজ ব্যাক’ ছবিতে দেখা যাবে তাঁকে।