নাম বদলে হলো ‘চুপি চুপি প্রেম’
গত বছরের ১০ সেপ্টেম্বর ‘ইটিশ পিটিশ প্রেম’ ছবিটির শুটিং শেষ হয়। পোস্ট প্রোডাকশনের কাজ শেষে এ বছরের জানুয়ারি মাসেই ছবিটি জমা পড়ে সেন্সর বোর্ডে। কিন্তু সেন্সর বোর্ড ছবিটি প্রদর্শনের জন্য অযোগ্য ঘোষণা করে। পরবর্তী সময়ে সেন্সর বোর্ডের অভিযোগ আমলে নিয়ে আবারও ছবিটি জমা দেওয়া হয়। সেই সাথে ছবির নাম পাল্টে রাখা হয়েছে ‘চুপি চুপি প্রেম’।
ছবির পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক এ প্রসঙ্গে বলেন, “ইটিশ পিটিশ প্রেম নামেই ছবিটি সেন্সর বোর্ডে পাঠাই কিন্তু সেন্সর বোর্ড নাম নিয়ে আপত্তি জানায়। পরে আমরা সেন্সর বোর্ডের প্রতি শ্রদ্ধা রেখে নাম পরিবর্তন করে চুপি চুপি প্রেম করেছি। আশা করি শিগগিরই ছবিটি ছাড়পত্র পাবে। বর্তমান সময়ের ছবি এটি, দর্শকদের ছবিটি ভালো লাগবে। আমাদের ছবিগুলোতে অনেক বেশি নাটকীয়তা থাকে, যা বাস্তবতা থেকে দর্শকদের দূরে নিয়ে যায়, ফলে গল্পের সঙ্গে দর্শক মিশতে পারে না। আমার এই ছবি দেখলে মনে হবে এটি আমাদেরই পরিচিত গল্প। ইদানীং আমাদের আশপাশের পরিবেশটা খুব সিরিয়াস। তাই আমরা চেষ্টা করেছি গল্পের ভেতর হাস্যরস যুক্ত করতে। এই ছবির মূল ভূমিকায় অভিনয় করেছেন সায়মন সাদিক ও নবাগতা প্রিয়ন্তী।
পাঁচ তরুণ-তরুণীর প্রেমের গল্প নিয়ে আবর্তিত হয়েছে চলচ্চিত্রটি। যেখানে এক তরুণীর প্রেমে পাগল চার তরুণ। মেয়েটি বিষয়টি জানে আর এটিকেই সে কাজে লাগায়। এর মধ্যেই ঘটতে থাকে নানা ধরনের মজার ঘটনা। এই ছবিতে অভিনয় করেছেন নবাগত প্রিয়ন্তী, সায়মন সাদিক, রিপন, শুভ, শিমুল খান, আলীরাজ, রেহানা জলি ও মিশা সওদাগর।