নেকড়েমানবকে ‘না’ হিউ জ্যাকম্যানের
কিছু কিছু চরিত্র অভিনেতাদের পরিচয় তৈরি করে দেয়। হিউ জ্যাকম্যানের জন্য ‘উলভারিন’ যেমন। তবে আর নেকড়েমানব বা উলভারিনের চরিত্রে অভিনয় করবেন না তিনি।
হিউ জ্যাকম্যানের বরাত দিয়ে ভ্যারিয়িটিডটকম জানিয়েছে, ব্রায়ান সিঙ্গার পরিচালিত ‘এক্স-মেন : অ্যাপোকেলিপস’ ছবিটি হতে যাচ্ছে উলভারিনের ভূমিকায় হিউয়ের শেষ ছবি।
২০১৬ সালের ২৭ মে ছবিটি মুক্তির লক্ষ্য নিয়ে শিগগিরই শুরু হতে যাচ্ছে এর শুটিং।
২০০০ সালে প্রথম ‘এক্স-মেন’ সিরিজে উলভারিনের চরিত্রে অভিনয় করেন হিউ জ্যাকম্যান। এর আগে উলভারিনের চরিত্রে অভিনয় করেছিলেন ডৌগ্রে স্কট।
দুর্ঘটনায় তিনি আহত হওয়ার পর উলভারিন হিসেবে আসেন হিউ। দর্শকরা নতুন এই উলভারিনকে বেশ পছন্দ করে। আর সে কারণেই টানা সাত ছবিতে উলভারিনের ভূমিকায় অভিনয় করেন হিউ জ্যাকম্যান।