বলিউডের ‘পাতানো’ প্রেম!
সৃষ্টি থেকেই বলিউডে প্রেমের ভাঙা-গড়া খেলা এক নিয়মিত বিষয়। সেইসাথে, মিডিয়াও তো চুপ থাকতে চায় না। আর রুপালি পর্দার তারকাদের নিয়ে মুচমুচে প্রেমের গুজব কার না ভালো লাগে! এভাবেই মাঝেমধ্যে ক্ষণিকের জন্য হোক কি গুজবের খাতিরে, বলিউডে গড়ে ওঠে কিছু ‘মিথ্যে’ বা ‘সাজানো’ প্রেমকাহিনী। সাজানো প্রেমের ‘নকল’ তারকা জুটিরা এই কাজ করেন ছবির ব্যবসায়িক সাফল্যকে মাথায় রেখেই। তো চলুন ব্লুগ্যাপ থেকে দেখে নিই কয়েকজন ‘নকল’ তারকা জুটির নাম ও পরিচয়।
১. জন আব্রাহাম-ক্যাটরিনা কাইফ
দুজনেই যখন বি-টাউনে একটু নতুন, তখন তাঁদের প্রেমের গল্প চাউর হয়েছিল মুম্বাইয়ে। একে অন্যের সাথে ভালো যোগাযোগও ছিল তাঁদের। সে সময় জনের সাথে বিপাশার সম্পর্ক থাকলেও এই সম্পর্কের গল্প ছড়াতে সমস্যা হয়নি!
২. শহীদ কাপুর-অমৃতা রাও
সুরজ বরজাতিয়ার ‘বিবাহ’ ছবিতে এই দুজনের রসায়নে মিডিয়া আর দর্শক একটু বেশিই মুগ্ধ হয়ে গিয়েছিলেন। ছবির প্রচারণার জন্য শহীদ আর অমৃতাও ছদ্ম প্রেমটিকে সে সময় ভালোই ব্যবহার করেছেন। পরে এই প্রেম-সংক্রান্ত যাবতীয় গুঞ্জন দুজনেই একদম উড়িয়ে দেন।
৩. সালমান খান-অসিন
প্রেমের গল্পে সালমানের ভূমিকা যেন চিরকালের! অসিনের সাথে তাঁর প্রেমের গল্পটাও বেশ ভালোই রটেছিল। দক্ষিণের মেয়ে অসিনকে একটু বেশিই হাইলাইট করার চেষ্টা করেছিলেন সালমান, গুজবটাও তাতে বেশ জমেছিল।
৪. হৃতিক রোশন-বারবারা মোরি
‘কাইটস’ থেকেই এ গল্পের শুরু। মেক্সিকান সুন্দরী বারবারার সাথে হৃতিকের প্রেমকাহিনী ভালোই জমেছিল। এই গল্প অবশ্য কেবল ‘কাইটস’কে সাফল্য দেওয়ার জন্য নাকি এতে আসলেই সত্যতা আছে, তা এখন আর জানার উপায় নেই। তবে হৃতিকের সংসারজীবনে ফাটল কিন্তু তখন থেকেই। বাকিটা নিজের মতো হিসেব করে নিন।
৫. শাহরুখ খান-প্রিয়াঙ্কা চোপড়া
ডন ২-এর সময়ে শাহরুখ-প্রিয়াঙ্কার রগরগে ‘প্রেমকাহিনী’ বেশ ছড়িয়েছিল। এ জন্য শাহরুখের সংসার ভাঙার উপক্রম হয়েছিল বলেও আওয়াজ উঠেছিল মিডিয়াতে। পরে শাহরুখ এ ব্যাপারে সোজাসাপ্টা জবাব দিয়ে জানান, প্রিয়াঙ্কা কেবলই তাঁর পছন্দের একজন সহশিল্পী। এই গল্প যে নেহাত ‘ডন ২’-এর প্রচারণার জন্য, তা এখন অনেকেই বোঝেন নিশ্চয়ই!
৬. কুশল ট্যান্ডন-গওহর খান
রিয়েলিটি শো ‘বিগ বস’-এর বহু তথাকথিত প্রেমকাহিনীর অন্যতম ‘সফল’ এক প্রেমকাহিনী। গওহর-কুশলের প্রেমকাহিনীতে ভালোই মজেছিলেন বহু দর্শক।
৭. অর্জুন কাপুর-আলিয়া ভাট
‘টু স্টেটস’ ছবির রসায়ন কিংবা ঘনিষ্ঠ সব দৃশ্য বলিউডের এই নতুন প্রজন্মের দুই সেনসেশনের প্রেমকাহিনী ছড়াতে যথেষ্ট ছিল। একইসাথে, ছবির আগে এবং পরে তাদের বেশ ভালোই কাছাকাছি, পাশাপাশি দেখেছে মিডিয়া আর দর্শক। ফিল্মি পরিবারের সন্তান অর্জুন আর আলিয়া এই পরিস্থিতির সুবিধাটা কিভাবে নিতে হয়, তা বেশ ভালোই জানতেন নিশ্চয়ই। প্রেমের গুজব পরে মিটে গেছে, ওদিকে ‘টু স্টেটস’ও হিট!
৮. আরমান কোহলি-তানিশা মুখার্জি
আরেকেটি ‘বিগ বস’ প্রেমকাহিনী। চিরায়ত ভারতীয় নারী আর রগচটা পুরুষের এই রসায়নও মন্দ জমেনি। তবে কিছুদিন পরই বরাবরের মতো বোঝা গেল, ভুল সবই ভুল!
৯. ইমরান খান-জেনেলিয়া ডি’ সুজা
বলিউডে তাঁদের আগমন টিনেজ রোমান্টিক ছবি দিয়ে। ‘জানে তু ইয়ে জানে না’ দেখে তখন তাঁদের সেরা যুগল বানিয়ে দিয়েছেন অনেকেই। কিন্তু সবই যে নেহাত গসিপ, তা বুঝতে বেশি দেরি হয়নি কারো। জেনেলিয়া আর ইমরান, দুজনেই যে যার সংসার করছেন বহুদিন ধরে!