সবাইকে সারপ্রাইজ দেব : তিথি
নৃত্যশিল্পী হিসেবে শুরু। এর পর উপস্থাপনা, নাটকে অভিনয়, মডেলিং—সবই করেছেন। প্রতিটি ক্ষেত্রে পেয়েছেন সফলতা। ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কবির তিথি এবার যাত্রা শুরু করছেন রুপালি পর্দাতেও।
এনটিভি অনলাইনকে তিথি জানান, খুব শিগগির সিনেমায় নামছেন তিনি। তবে এ ব্যাপারে এই মুহূর্তে বিস্তারিত কিছু জানাতে চাননি। শুধু বললেন, ‘আমার একটা মুভি আসছে। খুব শিগগির কাজ শুরু করব। ছবির নাম এখন বলা যাবে না। এটা সারপ্রাইজ। একবারে সবাইকে সারপ্রাইজ দেব।’
কলকাতার একটি বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংয়ে বিবিএ করেছেন তিথি। এর পর নৃত্যের ওপর মাস্টার্স করেছেন শান্তিনিকেতনে। ২০১১ সালে পড়াশোনা শেষে দেশে ফেরেন তিনি।
তিথির শুরুটাও হয় নৃত্য দিয়ে। এর পর টেলিভিশনে উপস্থাপনা। তাঁর অভিনীত প্রথম নাটক সালাউদ্দিন লাভলুর ‘রাসায়নিক প্রেম’। এনটিভিতে প্রচারিত ওই নাটকেই নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন তিনি। এর পর কাজ করেছেন রবীন্দ্রনাথের গল্প অবলম্বনে ‘ঘরে বাইরে, ‘ভালোবাসার গল্প’, ‘একবিন্দু’, ‘চতুর্থ কোণ’, ‘বাঁধন’, ‘স্বেচ্ছা’, ‘একদিন হঠাৎ দেখা’, ‘হেমন্তের শীত’, ‘রোববার’, ‘বৃষ্টির জন্য কাঁদছি’, ‘যোগাযোগ গোলযোগ’সহ প্রচুর নাটকে।
তিথি জানালেন, সাখাওয়াত মানিকের ধারাবাহিক নাটক ‘মেঘে ঢাকা শহর’ নিয়ে এ মুহূর্তে ব্যস্ত আছেন তিনি। এর বাইরে অনেকগুলো একক নাটকে কাজ করছেন। ঈদ উপলক্ষে দুটি নাটকে কাজ করেছেন। খুব শিগগির আরটিভিতে প্রচারিত হবে তাঁর অভিনীত নাটক ‘অনাকাঙ্ক্ষিত গল্প’।
শান্তিনিকেতন থেকে নাচের ওপর মাস্টার্স করা তিথিকে নাচের অনুষ্ঠানে খুব একটা দেখা যায় না। তাহলে কি নাচ থেকে সরে যাচ্ছেন? প্রশ্নটা করতেই আপত্তি জানালেন তিথি, ‘নাচ থেকে সরিনি। আমার নাচের স্কুল আছে। আসলে অভিনয়ের পেছনে এত বেশি সময় দিতে হয় যে, নাচের পেছনে সময় একটু কমই দিতে পারছি। তবে আসছে ঈদে অনেক চ্যানেলে আমার নাচ যাচ্ছে।’
সেই ছোটবেলায় প্রাণের একটি বিজ্ঞাপনের মডেল হয়েছিলেন তিথি। চার বছর আগে মডেল হয়েছিলেন মোবাইল ফোন সেবাদানকারী প্রতিষ্ঠান রবির একটি বিজ্ঞাপনে। মাঝে দীর্ঘ বিরতি থাকলেও আবারও বিজ্ঞাপনে ফিরবেন বলে জানালেন তিথি, ‘কয়েক বছর বিজ্ঞাপনে অংশ নিইনি। তবে আখতার গ্রুপের সানা সাফিনার বিজ্ঞাপনে কাজ করতে যাচ্ছি আমি। এর মধ্য দিয়ে আবার বিজ্ঞাপনে ফিরছি।’