স্বাগতার অজানা পাঁচ
অনেক গুণের অধিকারী সংগীতশিল্পী ও অভিনেত্রী স্বাগতা। আপনি জানেন কি, স্পেনে স্বাগতাকে নিয়ে একটি প্রামাণ্যচিত্র তৈরি করা হয়েছিল? এই তথ্যটি আপনার জানা থাকলেও, নিচ থেকে মিলিয়ে নিতে পারেন স্বাগতা সম্পর্কে আপনি আর কী জানেন, আর কী জানেন না।
১. পাচঁ বছর আগে একজন স্প্যানিশ পরিচালক কিংবদন্তি নায়ক রাজ্জাক, আইটেম গার্ল নাসরিন ও অভিনেত্রী স্বাগতার জীবনযাপন ও তাঁদের অনেক গল্প নিয়ে একটি প্রামাণ্যচিত্র তৈরি করেছিলেন। প্রামাণ্যচিত্রটির নাম ‘ঢালিউডস স্টোরি’। স্পেনেই মুক্তি পায় প্রামাণ্যচিত্রটি।
২. ‘স্বপ্নচূড়া’ অ্যালবামে তপুর জনপ্রিয় গান ছিল ‘এক পায়ে নূপুর তোমার..’। এই গানটির প্রথম ভার্সনের মেয়ে কণ্ঠটি ছিল স্বাগতার।
৩. স্বাগতা অনেক চঞ্চল হলেও ছোটবেলায় অনেক শান্ত ছিলেন তিনি। অনেক লম্বা চুল ছিল স্বাগতার। তাঁর বাবা চুল কাটতে নিষেধ করতেন। একদিন সকালে ঘুম থেকে উঠে স্বাগতা দেখেন তাঁর মাথার চুল কাটা। পরনের স্কার্টও কেটে ছোট করা। এরপর স্বাগতা দেখেন তাঁর অনেক জামা-কাপড় আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। আর এসব করেছেন স্বাগতার ছোট ভাই সংগীত পরিচালক সন্ধি। কোথা থেকে যেন ‘ব্ল্যাক ম্যাজিক’ সম্পর্কে ধারণা পায় সন্ধি। আর সেটিই তিনি প্রয়োগ করেন বোনের ওপর। অবশ্য বড় হয়ে সন্ধি বুঝেছিলেন ব্ল্যাক ম্যাজিক বলে আসলে কিছু নেই।
৪. রবীন্দ্রভারতীতে নজরুলসংগীতের ওপর সাত বছর পড়াশোনা করেছেন স্বাগতা। ২০০৯ সালে সংগীতের কোর্সটা শেষ করেন তিনি। প্রথম স্থান অধিকার করেছিলেন তিনি সেখানে।
৫. নাটকে শুটিয়ের সেটে অনেক পোশাক ভুলে বাসায় রেখে যেতেন স্বাগতা। তাঁর বাবা প্রয়াত শিক্ষক খোদা বক্স সানু প্রায়ই তাঁর পোশাক নাটকের সেটে গিয়ে দিয়ে আসতেন। হরতালেও যদি শুটিং হতো, তিনি বাইক চালিয়ে হলেও স্বাগতার পোশাক নিয়ে সেটে হাজির হতেন।