কিং খানের কাছে মোদির হার
দুজনে দুই ক্ষেত্রের মানুষ। একজন বলিউড বিনোদনজগতের মহাতারকা, আরেকজন ভারতীয় সরকারের মহাক্ষমতাধর ব্যক্তি। শাহরুখ খান আর নরেন্দ্র মোদির মাঝে কি তাই বলে কোনো প্রতিযোগিতা হওয়া সম্ভব নয়? নিশ্চয়ই সম্ভব, আর এমনই এক লড়াইয়ে কিং খানের কাছ হার হয়েছে প্রধানমন্ত্রী মোদির। তবে এই হার রঙ্গমঞ্চে নয়, সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে। এ খবর জানা গেল এনডিটিভির খবরে।
ভারতে সামাজিক মাধ্যমের ক্ষেত্রে ফেসবুকের মতোই জনপ্রিয় টুইটার। অল্প কথায় অনেক বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্য টুইটারে খুবই অভ্যস্ত ভারতের প্রভাবশালী ব্যক্তিবর্গ। সে হিসেবে টুইটারে ফ্যান ফলোয়ারের সংখ্যা তাঁদের জনপ্রিয়তা মাপার একটি বড় নির্ধারক- এ কথা বলাই যায়।
শাহরুখ খান টুইটারে অ্যাকাউন্ট খুলেছেন ২০১০ সালের একদম শুরুতে। বর্তমানে টুইটারে তাঁর ফলোয়ারের সংখ্যা এক কোটি ২০ লাখ। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ মোদির ফলোয়ারের সংখ্যা এক কোটি ১১ লাখ। সুতরাং, টুইটারে ভক্তসংখ্যার লড়াইয়ে শাহরুখের কাছে স্পষ্টতই হার হয়েছে মোদির। তবে এঁদের দুজনের চেয়ে বেশ এগিয়ে রয়েছেন বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন।
টুইটারে অমিতাভকে ফলো করেন প্রায় এক কোটি ৪০ লাখ ব্যবহারকারী!
শাহরুখ টুইটারে বেশ সক্রিয়। নিজের কাজ, অনুভূতি, পরিবারের কথা, মতামত-সব জানিয়েই নিয়মিত টুইট করেন তিনি। অন্যদিকে, আপাতত টুইটার ফলোয়ারের লড়াইয়ে পিছিয়ে থাকলেও ফিরেও আসতে পারেন মোদি! প্রচারণায় সব সময় অতি-উৎসাহী ভারতের এই প্রধানমন্ত্রীও টুইটারে খুব সক্রিয়। বিভিন্ন সময়ে মোদির টুইট নিয়ে জোর আলোচনা-সমালোচনাও হয়েছে গণমাধ্যমে।