নাঈম-মেহজাবীনের ‘আজ ১০ই আগস্ট’
১০ আগস্ট মেহজাবীনের বিয়ে ঠিক হয়েছে। কিন্তু পাত্র তাঁর পছন্দ হয়নি। কারণ, মেহজাবীন ভালোবাসেন নাঈমকে। বিয়ে ঠিক হওয়ার পর মেহজাবীন প্রেমিক নাঈমকে বললেন, ‘চলো, বিয়ে করে ফেলি।’ মেহজাবীনের প্রস্তাবটা গ্রহণ করেননি নাঈম। প্রেমিকাকে তিনি যুক্তি দেখিয়েছেন এই বলে, ‘আমি এখন বেকার। এখন তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়।’ এটা কোনো সত্য ঘটনা নয়। মেহেদী হাসান জনির পরিচালনায় ‘আজ ১০ই আগস্ট’ নাটকে নাঈম ও মেহজাবীনকে এমন দুটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। নাটকে মেহজাবীনের চরিত্রের নাম স্বর্ণা এবং নাঈমের চরিত্রের নাম আবির।
শেষ পর্যন্ত স্বর্ণা ও আবিরের মিলন কি ঘটবে? এমন প্রশ্ন শুনে পরিচালক বললেন, ‘স্বর্ণা বিয়ের পিঁড়িতে শাড়ি পরে বসে থাকবে। বরও আসবে। কিন্তু তার পর আবির আসবে কি না, তা এখন বলতে চাই না।’
আবির চরিত্রটি নিয়ে অভিনেতা নাঈম বলেন, ‘আমার কণ্ঠ কেমন, জানি না। তবে এই নাটকে আমি রেডিওর একজন জকি। আমার কপাল পোড়া থাকে। যেদিন আমি প্রথম রেডিওতে শো শুরু করি, সেদিনই আমার প্রেমিকার বিয়ে ঠিক হয়ে যায়। নাটকটিতে কাজ করে ভালো লেগেছে। গল্পে অনেক মোড় আছে, যা দর্শককে অনেক আনন্দ দেবে।’
নাঈম, মেহজাবীন ছাড়া নাটকটিতে আরো অভিনয় করেছেন সিজার ও আদি। উত্তরার দিয়াবাড়িতে নাটকটির শুটিং করা হয়।
‘আজ ১০ই আগস্ট’ নাটকটি আগামী ৩ এপ্রিল সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে।