মডেলিংয়ের দিনগুলোতে বলিউড তারকারা
বলিউডে তারকাদের আবির্ভাব হয় দুই ঘরানা থেকে। একদিকে তারকা পরিবার, অন্যদিকে সাধারণ থেকে সংগ্রাম করে পাদপ্রদীপের আলোয় উঠে আসা। রণবীর কাপুর, আলিয়া ভাট, সোনম কাপুর, অর্জুন কাপুর বা সোনাক্ষী সিনহাদের মতো তারকারা জন্মানোর সঙ্গে সঙ্গেই বলিউডের এন্ট্রি টিকেট পেয়ে গেছেন! তবে আজকের অনেক মহাতারকার জন্য ব্যাপারটা এত সহজ ছিল না। তাঁদের অনেকেই এসেছেন র্যাম্প, ফ্যাশন বা প্রোডাক্ট মডেলিং থেকে। বলিউডের এমনই সাত সফল তারকার মডেলিং যুগের দুর্লভ কিছু ছবি নিয়ে এ আয়োজন। ছবিগুলোর হদিস মিলেছে ইন্ডিয়া টাইমসের ওয়েবসাইটে ভর করে।
বিপাশা বসু
কলকাতার মেয়ে বিপাশা অভিনেত্রী পরিচয়ের সঙ্গে সঙ্গে এখনো মডেল পরিচয়টাকে ধারণ করেন। ‘আজনবি’ দিয়ে বলিউডে প্রবেশের আগে তিনি ছিলেন পুরোদস্তুর মডেল! এখনো মডেলিং পেশাটাকে অভিনয়ের পাশাপাশি সমানতালে ধরে রেখেছেন।
ক্যাটরিনা কাইফ
বলিউড বক্স অফিসের বিচারে সফলতম অভিনেত্রী ক্যাটরিনা; কিন্তু শুরুতে তেমন কোনো চরিত্রে অভিনয়ের সুযোগ পাননি। বহুল আলোচিত ‘বুম’ ছবিতে তিনি ছিলেন নেহাতই এক যৌন আবেদনময়ী চরিত্র! এর আগে মডেলিংয়ে কাটিয়েছেন লম্বা সময়।
ঐশ্বরিয়া রাই
১৯৯৪ সালের বিশ্বসুন্দরী ঐশ্বরিয়ার ক্যারিয়ার শুরু হয়েছিল মডেলিং দিয়েই। র্যাম্প ও প্রোডাক্ট—দুই ঘরানার মডেলিংয়েই স্বতঃস্ফূর্ত ছিলেন বটে মিসেস ঐশ্বরিয়া রাই বচ্চন! বলিউডে তাঁর প্রথম ছবি ছিল ‘আওর পেয়ার হো গ্যায়া’, তবে তাঁর অভিনয়ে অভিষেক তামিল ছবি ‘ইরুভার’ দিয়ে।
দীপিকা পাড়ুকোন
বলিউডের পরবর্তী সম্রাজ্ঞী হিসেবে এখন উচ্চারণ করা হয় দীপিকা পাড়ুকোনের নাম। দীর্ঘাঙ্গি এই অভিনেত্রীর ক্যারিয়ার শুরু পেশাদার মডেলিংয়ের মাধ্যমে। ‘ওম শান্তি ওম’-এর আগে হিমেশ রেশামিয়ার রেকর্ড সৃষ্টিকারী অ্যালবাম ‘আপ কা সুরুর’ অ্যালবামের একটি গানে মডেলিংয়ের মাধ্যমে দারুণ জনপ্রিয়তা পান তিনি। এর আগে কিংফিশারের ফ্যাশন মডেল হয়ে সরগরম করেছিলেন মুম্বাই মিডিয়া।
অর্জুন রামপাল
বলিউডের সবচেয়ে স্মার্ট এবং পৌরুষদীপ্ত অভিনেতাদের তালিকায় সবার আগে উঠে আসতে পারে তাঁর নাম। বলা বাহুল্য যে ক্যারিয়ারের শুরুটা মডেলিং দিয়েই হয়েছিল অর্জুনের। এমনকি ২০০১ সালে নিজের প্রথম ‘পেয়ার ইশক আওর মোহাব্বাত’ ছবিতে তিনি একজন মডেলের চরিত্রেই অভিনয় করেছিলেন!
সালমান খান
সালমান খানের শুরুর সময়ে মডেলিংয়ের সংজ্ঞাও হয়তো একটু ভিন্ন ছিল! দেখতেই পাচ্ছেন, মডেল হলেও সালমান কি দিব্যি লিকলিকে শুকনো এক সুদর্শন তরুণ!
আনুশকা শর্মা
‘রাবনে বানাদে জোড়ি’ ছবিটির উচ্ছ্ল মেয়েটি আজকে শুধু বলিউডের সফলতমই নন, বলিউডের সবচেয়ে আলোচিত অভিনেত্রীদের মধ্যে অন্যতম। ক্যারিয়ারের শুরুর দিকে র্যাম্প মডেলিং করেছেন তিনিও!