ছিন্নমূলদের নিয়ে কাজী হায়াতের নতুন ছবি
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক কাজী হায়াৎ এবার নির্মাণ করছেন তাঁর নতুন ছবি ‘ছিন্নমূল’। মাল্টিমিডিয়া ফিল্ম প্রোডাকশনের ব্যানারে নির্মিত হচ্ছে এই ছবি। পরিচালক হিসেবে এটি কাজী হায়াতের ৫০তম চলচ্চিত্র। ছবিতে মূল ভূমিকায় অভিনয় করবেন কাজী মারুফ। তাঁর সঙ্গে থাকবেন অরিন ও কাজী হায়াৎ নিজে। নতুন ছবি প্রসঙ্গে কাজী হায়াৎ বলেন, ‘আমি মূলত সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে ছবি নির্মাণ করি। ছিন্নমূল এর থেকে ব্যতিক্রম হবে না। দর্শকদের ভালো লাগবে বলে আশা করছি।’
কাজী হায়াৎ ছবির গল্প সম্পর্কে বলেন, ‘ছবিটা আমি শুরু করছি এভাবে যে, কয়েকটা ছেলেকে পুলিশ ধরে থানায় এনেছে তাদের প্রত্যেককে নাম-ঠিকানা লিখে হাজতে ঢুকাচ্ছে। এ সময় মারুফকে প্রশ্ন করা হলে সে বলে, বাবার নাম সে জানে না। তার জন্ম যৌনপল্লীতে। তখন পুলিশ তার কাছে আইডি কার্ড দেখতে চায়। মারুফ বলে, তার আইডি কার্ডও নেই, সে ভোটার হতে পারেনি। কারণ সেখানেও বাবার নাম দরকার হয়। এ সময় পুলিশ জানতে চায় সে কী কাজ করে। মারুফের উত্তর, দুনিয়ায় যত খারাপ কাজ আছে তার সবই সে করে, কারণ জীবনে কোনো ভালো মানুষের সাথে তার দেখা হয়নি। এভাবে শুরু হয় ছবি।’
নতুন ছবি প্রসঙ্গে কাজী হায়াত আরো বলেন, ‘আমাদের সমাজে ছিন্নমূলদের ব্যবহার করে পেট্রলবোমা মেরে যারা মানুষ হত্যা করে, তাদের গল্পই উঠে আসবে এই ছবিতে।’
আগামী ১২ এপ্রিল থেকে নতুন ছবির কাজ শুরু করবেন কাজী হায়াৎ। এফডিসির আট নম্বর ফ্লোরে ছবির কাজ শুরু হবে। কাজ শেষ হলে ছবিটি এ বছরেই মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতার।