বাংলাভিশনের নবম বর্ষপূর্তিতে আনন্দ উৎসব
২০০৬ সালে ৩১ মার্চ আনুষ্ঠানিক সম্প্রচার শুরু করে বাংলাদেশের স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলাভিশন। আজ বাংলাভিশন দশম বছরে পদাপর্ণ করল। সারাদিন বিভিন্ন আয়োজনের মাধ্যমে চ্যানেলটি বর্ষপূর্তি উদযাপন করছে। সকাল থেকে দেশবরেণ্য সাংবাদিক, রাজনীতিবিদ, কবি, অভিনেতা, সংগীতশিল্পী, বিভিন্ন শ্রেণীর মানুষ, টেলিভিশন ও পত্রিকার কর্মকর্তারা বাংলাভিশনে এসে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানাতে থাকেন।
দুপুর ১২টায় এনটিভির বিপণন বিভাগের প্রধান রঞ্জন কুমার দও, আসাদুজ্জামান টিটু, তাসলিমা আক্তার, নাদিরা ইসলাম ফারিয়া, জাহিদ হাসান সুমন, মোহাসিন আরা, ওয়াসিম কুমার দাশ, অঞ্জন কুমার কুণ্ডু, শরীফুল ইসলাম. গৌতমসহ এনটিভি পরিবারের অনেকেই ফুল ও কেক দিয়ে শুভেচ্ছা জানান বাংলাভিশনকে।
বাংলাভিশনের বার্তাপ্রধান মোস্তফা ফিরোজ এনটিভি অনলাইনকে বলেন, ‘শুরু থেকে আমরা ভালো কিছু করার চেষ্টা করেছি। এখনো করে যাচ্ছি। অসংখ্য দর্শকের ভালোবাসা পেয়েছি। সামনে আরো অনেকদূর এগিয়ে যাব! এটাই আমাদের জন্য এখন বড় চ্যালেঞ্জ।’
বাংলাভিশনের জন্মদিনে এসে প্রধান শামীম শাহেদের সঙ্গে পরিচালক মাসুদ সেজান, সাগর জাহান, নাট্য প্রযোজক রেজাউল হক রেজা ও অভিনেতা শামীম জামান গল্পে মেতে উঠেছিলেন।
শামীম শাহেদ বলেন, ‘নবম বর্ষপূতি, দশম বছরে পদাপর্ণ আমাদের জন্য এটা অনেক বড় ব্যাপার। যদিও বেশি দিন হয়নি তবুও এটা আমাদের জন্য অনেকটা সময়। আমরা দর্শকদের কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করছি। আমরা চাই তরুণদের চ্যানেল হতে। সুন্দর সমাজ ও দেশ গড়ার আমরা চেষ্টা করছি। দেখা যাক কতটুকু আমরা সফল হতে পারি! এখনো আমরা তৃপ্ত হতে পারিনি। যে লক্ষ্যে আমরা আছি যদি সে লক্ষ্যে এগোতে থাকি তাহলে একটা সুন্দর জায়গায় যেতে পারব বলে আমার বিশ্বাস।
মাসুদ সেজান বলেন, ‘আজ আমার শুটিং ছিল, শুটিং পেকআপ করে বাংলাভিশনের জন্মদিনের শুভেচ্ছা জানাতে চলে এসেছি। বাংলাভিশনকে ভালোবাসি বলেই এসেছি।
আমার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না। বিষয়টা এ রকম ঈদের দিন মায়ের কাছে থাকার যে আনন্দ সেই অনুভূতিটাই আমার ভেতর এখন কাজ করছে।’
সাগর জাহান বলেন ‘বাংলাভিশনের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। আমার অনেক ভালো কাজ তারা প্রচার করেছে। সামনে আরো কাজ হবে। আমার সব সময় মনে হয় আমি
বাংলাভিশনের পরিবারের একজন।’
শামীম জামান বলেন, ‘শিশু যখন ভূমিষ্ঠ হয় তখন তার বাবা-মা যদি তাকে সুন্দরভাবে লালন-পালন করে তাহলে সে শিশুর পুষ্টি ও জ্ঞান হয়। বাংলাভিশন এমন একটি চ্যানেল যারা চমৎকার ভাবে সবকিছু লালন ও পরিচর্যা করে। বাংলাভিশনের সঙ্গে আমি সব সময় আছি, আগামীতেও থাকব।’
নাট্য প্রযোজক রেজাউল হক রেজা বলেন, ‘বাংলাভিশনের নাটকের মান অনেক উন্নত। আজ রাত ৯টা পাঁচ মিনিটে আমার প্রযোজনায় ‘শূন্যতার বৃত্তে’ নাটকটি বাংলাভিশনে প্রচারিত হবে। বাংলাভিশেন আসতে সব সময় ভালো লাগে। অনেক শুভ কামনা বাংলাভিশনের জন্য।’
এনটিভির বিপণন প্রধান রঞ্জন কুমার দত্ত বলেন, ‘এনটিভি ও বাংলাভিশন দর্শকদের সব সময় বস্তুনিষ্ঠ খবর, ভালো মানের অনুষ্ঠান ও নাটক উপহার দিয়েছে এবং দিচ্ছে। আর এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আমার প্রত্যাশা। এনটিভি পরিবারের পক্ষ থেকে নবম বর্ষপূর্তিতে বাংলাভিশনকে অনেক অনেক শুভেচ্ছা।’