বিচ্ছেদের আবেদন কালকি-অনুরাগের
এত দিন তারা আলাদাই থাকতেন। ‘ডেভ ডি’ দিয়ে যে সম্পর্কের শুরু সেটাতে ফাটল ধরে ‘গ্যাংস অব ওয়াসিপুর’ মুক্তি পাওয়ার খানিক বাদেই। অভিনেত্রী হুমা কুরেশীর সাথে জড়িয়ে যায় অনুরাগের নাম। সেই ‘গুজব’ বা ‘প্রেম’ বেশি দিন টেকেনি। তবে এর রেশ রয়ে গেছে। এবার সেটাও শেষের পথে। আলাদা বসবাস থেকে বিচ্ছেদের পথে পা বাড়িয়েছেন কালকি। আদালতে আবেদন করেছেন আনুষ্ঠানিকতা শেষ করার জন্য।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে কালকি বলেন, ‘এখন আমি ভালোই আছি। গত বছর কিছুটা অনিশ্চয়তার মধ্যে ছিলাম, কারণ আমি জানতাম না কী করতে চাচ্ছি। এখন আমি নিশ্চিত যে অনুরাগ আর আমার এক হওয়ার সম্ভাবনা নেই। তাই আর সম্পর্কটাকে ঝুলিয়ে না রেখে আমরা বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করেছি। খুব তাড়াতাড়ি এর আনুষ্ঠানিকতা শেষ হয়ে যাবে।’
যদিও অনুরাগ-হুমা গুজব কখনোই বিশ্বাস করেননি কালকি। গুজব যখন চরমে তখনই এক টুইটে তিনি লিখেছিলেন, ‘হুমাকে এগুলো নিয়ে কেউ আর ঘাটাবেন না। আমার আর অনুরাগের আলাদা হয়ে যাওয়ার পেছনে হুমার কোনো সংশ্লিষ্টতা নেই।’
২০০৯ সালে অনুরাগের পরিচালনায় ‘ডেভ ডি’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় কালকির। অভিনয় করতে গিয়েই প্রেম। দুই বছর পর ২০১১ সালে বিয়ে করেন তাঁরা। আর ২০১৩ সালে নিজেরাই ‘ঘোষণা’ দিয়ে আলাদা হয়ে যান।
কালকি ছিলেন অনুরাগের দ্বিতীয় স্ত্রী। এর আগে চলচ্চিত্র সম্পাদক আরতি বাজাজের সাথে প্রেম করে সংসার পেতেছিলেন অনুরাগ কাশ্যপ। ছয় বছরের সংসার শেষে ২০০৯ সালে বিচ্ছেদ ঘটে তাদের। আরতি এবং অনুরাগের এক মেয়ে রয়েছে।