ঘনিষ্ঠ দৃশ্যে অস্বস্তি নেই স্বস্তিকার
টালিউডের অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি বেপরোয়া অভিনয় আর জীবনযাত্রার জন্য সব সময়ই আলোচিত। বলিউডেও সম্প্রতি নাম লিখিয়েছেন, তাও আবার দিবাকর ব্যানার্জির আলোচিত আসন্ন ছবি ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সি’তে। এই ছবিতে বেশ কিছু উত্তেজক দৃশ্যে অভিনয় করলেও তা নিয়ে একদমই নাকি জড়তা ছিল না তাঁর। এসব নিয়ে তেমন ভাবেনই না তিনি, এমনটাই জানা গেল এনডিটিভির খবরে।
এ বিষয় নিয়ে অবশ্য বিশদ ব্যাখ্যা দিয়েছেন এই অভিনেত্রী। বাংলা ছবিতে এখন অনেক সিরিয়াস কাজ হচ্ছে বলে তাঁর মত। এ কারণেই, যেকোনো ঘনিষ্ঠ বা উত্তেজক দৃশ্যের জন্য আলাদা কোনো প্রস্তুতি নেওয়ারও দরকার পড়ে না বলে মনে করেন তিনি। “চিন্তিত বা প্রস্তুত হওয়ার মতো কিছু আসলে নেই। বাংলায় এখন এমন সব সিরিয়াস কাজ হচ্ছে যে চুমু বা ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে শিল্পীরা তেমন ভাবেনই না!”
স্বস্তিকা ছবিতে অভিনয় সম্পর্কে বলেন, “যেসব বিষয়ে এখন তারা (চলচ্চিত্র নির্মাতা) ছবি বানাচ্ছে, তাতে ঘনিষ্ঠতার বিষয়টি থাকবেই। গঁলিয়ো কি রাসলিলা রাম-লীলা’য় তো অনেক ঘনিষ্ঠ দৃশ্য ছিল। কাজেই এসব এখন কোনো ব্যাপার নয়। মানুষ এসব নিয়ে তেমন ভাবেও না। আর দশটা দৃশ্যের মতো এগুলোও নেহাত একটা দৃশ্যই।”
নিজের কাজের ক্ষেত্রে অবশ্য অন্যান্য অভিনেত্রীর মতোই বলেছেন এই বাঙালি অভিনেত্রী। চরিত্রের প্রয়োজন অনুসারে যেকোনো ভূমিকায় বা বেশে আসতে কোনো আপত্তি নেই তাঁর। একইসাথে, বেশি বেশি কাজ করতে চান কঠিন ও জটিল চরিত্রে। ‘আমার জন্য ভাষা বলুন কিংবা আমি মূল চরিত্র কী না- এসব কোনোই ব্যাপার না। আমার কাছে আমার পারফরম্যান্সই আসল’- যোগ করেন তিনি।
এপ্রিল মাসের ৩ তারিখ, অর্থাৎ আর মাত্র দুদিন পরই মুক্তি পাচ্ছে ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সি’। নাম ভূমিকায় এ ছবিতে অভিনয় করেছেন সুশান্ত সিং রাজপুত।