চাচা চৌধুরীকে সাহায্য করবেন এমরান!
চাচা চৌধুরীকে কে না চেনেন! অসামান্য বুদ্ধিদীপ্ত এই ছোটখাটো লোকটির মগজ নাকি কম্পিউটারের চেয়েও প্রখর। কিন্তু আজকাল যে দিন পড়েছে, তাতে মাঝেমধ্যে এমন বুদ্ধি নিয়েও চলে না- চাই আরেকটু বাড়তি কিছু! এ জন্যই চাচা চৌধুরী এক জটিল সমস্যা সমাধানে সাহায্য নেবেন ‘মিস্টার এক্স’-এর! এমনই খবর পাওয়া গেছে ইন্ডিয়া টাইমসের বরাতে। ‘মিস্টার এক্স’ কে তা নিশ্চয়ই জানেন। এই সুপারহিরো হলেন এক অদৃশ্য মানব, এই অদৃশ্য মানবের চরিত্রে অভিনয় করছেন এমরান হাশমি।
মুক্তির আগে ছবির প্রচারণা নিয়ে ধারণা থাকলে পুরো বিষয়টি আপনার এতক্ষণে বুঝে ফেলবার কথা! বলিউডি ছবিতে এখন ‘প্রি-রিলিজ ক্যাম্পেইনিং’ দিন দিন অভিনব হচ্ছে। ছবি মুক্তির আগে তারকারা বিভিন্ন ইভেন্ট, প্রতিযোগিতা, পারফরম্যান্স, এমনকি জনপ্রিয় কোনো সিরিয়ালের বিশেষ পর্বে অভিনয় পর্যন্ত করেছেন। তবে কোনো কমিক বইয়ে প্রচারণার এই বুদ্ধিটা যে একেবারেই অভিনব, তা আর বলার অপেক্ষা রাখে না।
ক্যারিয়ারের শুরু থেকেই একটু ভিন্ন ঘরানার চরিত্রে অভিনয় করেছেন এমরান। নায়ক হয়েও ঠিক নায়ক নন, একটু যেন খলনায়ক! তবে এবারে বিক্রম ভাটের নতুন ছবি ‘মিস্টার এক্স’-এ নাম ভূমিকায় অভিনয় করেছেন এমরান- যিনি একজন ‘অদৃশ্য’ সুপারহিরো।
‘মিস্টার এক্স’ ছবিতে এমরানের চরিত্রটার গল্প বেশ মারকুটে! ঘটনাবহুল এক অতীত থাকে এমরানের, আর সেখান থেকেই এক সময় হঠাৎ করে সুপার হিরো হয়ে যান তিনি। সুপার হিরো এমরান, তথা ‘মিস্টার এক্স’-এর বিশেষ ক্ষমতাই হলো, তাকে দেখা যায় না- অর্থাৎ সে অদৃশ্য! এর পর শুরু হয়ে যায় প্রতিশোধের পালা। অতীতে যা যা অন্যায় হয়েছে এমরানের সাথে, সবকিছুর জবাব দেওয়ার জন্য মাঠে নামে অদৃশ্য সুপার হিরো ‘মিস্টার এক্স’।
কার্টুনিস্ট প্রাণের অমর সৃষ্টি চাচা চৌধুরী ভারতে এখনো প্রচণ্ড রকমের জনপ্রিয়। সুতরাং, তার মাধ্যমে ‘মিস্টার এক্স’-এর প্রচারণা যে বেশ কার্যকরী হতে পারে, এ কথা বলাই যায়! নিজ হাতে অন্যায়ের সমাধান করার আদর্শে বিশ্বাসী ‘মিস্টার এক্স’ চাচা চৌধুরীকে এক কঠিন রহস্য সমাধানে সাহায্য করবেন এই বিশেষ ‘চাচা চৌধুরী’ কমিক বইয়ের সংখ্যায়। কমিক বইটিতে ‘মিস্টার এক্স’-এর মুখাবয়বে এমরানের ছবিই দেখা যাচ্ছে।
‘বিশেষ ফিল্মস’ প্রযোজিত ‘মিস্টার এক্স’ ছবিতে এমরান ছাড়া আরো অভিনয় করেছেন আমিরা দস্তুর ও অরুণোদয় সিং। ছবিটি এপ্রিল মাসের ১৭ তারিখে মুক্তি পাবে।