জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান, চলছে প্রস্তুতি
বিএফডিসির জহির রায়হান কালার ল্যাবের ভিআইপি প্রজেকশন হলে গিয়ে গতকাল মঙ্গলবার দেখা গেল বেশ কয়েকজন তারকাকে। মহড়ায় ব্যস্ত সবাই। নাচের মুদ্রা মন দিয়ে বুঝে নিচ্ছেন তাঁরা। ওমর সানী, জায়েদ খান, শিরিন শিলা, মেহেজাবিন, নিরবসহ আরো অনেকে নিয়মিত মহড়ায় অংশ নিচ্ছেন, কারণ আগামী ৪ এপ্রিল সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন এই তারকারা। সেদিন ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৩-এর বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার। এই অনুষ্ঠানকে কেন্দ্র করেই প্রস্তুতি চলছে গত ২৭ মার্চ থেকে।
সাংস্কৃতিক অনুষ্ঠানে এই তারকাদের পাশাপাশি বিভিন্ন পরিবেশনায় আরো দেখা যাবে আমিন খান, নিরব, পিয়া, পরীমনি, বাপ্পি, সায়মন, ববি ও নিপুণকে । যেহেতু হাতে এখনো দিন কয়েক সময় রয়েছে, তাই শিল্পী তালিকা আরো বড় হতে পারে বলে জানিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৩-এর সাংস্কৃতিক উপকমিটির সদস্য মুশফিকুর রহমান গুলজার।
৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস। এ উপলক্ষে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন তিনদিনের অনুষ্ঠান আয়োজন করেছে। অভিনেতা রাজ্জাককে চেয়ারম্যান করে এবারের অনুষ্ঠান উদযাপন কমিটি গঠন করা হয়েছে।
জমকালো এই আয়োজনে চলচ্চিত্রাঙ্গনের প্রায় সব শিল্পী অংশ নিলেও থাকছেন না শাকিব খান। তাঁর অনুষ্ঠানে থাকার বিষয়টি অনিশ্চিত বলে জানিয়েছেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক হারুন অর রশীদ। তিনি বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পর থেকে চেষ্টা করেছি চলচ্চিত্রে প্রাণ ফিরে আসুক। এরই ধারাবাহিকতায় চলচ্চিত্র দিবসকে ঘিরে তিনদিনের এই আয়োজন।’
৩ এপ্রিল সকাল ১০টায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু অনুষ্ঠানটির উদ্বোধন করবেন। এ দিন বিকেলে এফডিসির ৮ নম্বর ফ্লোরে ‘ডিজিটাল চলচ্চিত্র সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনার হবে। পুরনো দিনের চলচ্চিত্র সংশ্লিষ্ট যন্ত্রাংশ, পোস্টার, ক্যামেরা, লেন্সসহ আনুষঙ্গিক বিষয়াদির প্রদর্শনী হবে। শেষ অংশে থাকবে ২০১৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পাওয়া অভিনেত্রী কবরীকে ঘিরে একটি অনুষ্ঠান। এতে তাঁর অভিনীত বিভিন্ন ছবির গানের সঙ্গে নাচবেন এবং অভিনয় করবেন ফেরদৌস, মৌসুমী, আরিফিন শুভ, পরীমনি, আঁচল, জায়েদ খান প্রমুখ।’
৪ এপ্রিল বিকেল ৪টায় ২০১৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানের শুরুতে থাকছে ‘আমি বাংলায় গান গাই’ শিরোনামে ৪০ জন শিল্পীর সম্মিলিত পরিবেশনা। এরপর সৈয়দ আব্দুল হাদী, শাকিলা জাফর, আঁখি আলমগীর, দিনাত জাহান মুন্নী, কোনাল, তৌসিফসহ কয়েকজন শিল্পী গান গেয়ে শোনাবেন।
এ ছাড়া জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শেষ দিন, ৫ এপ্রিল, বিকেল ৩টায় এফডিসির ২ নম্বর ফ্লোরে চলচ্চিত্র সংশ্লিষ্টদের পুনর্মিলনী এবং একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।