আশা জাগাচ্ছেন শ্রাবণ খান
সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অবলা নারী’ ছবিতে অভিনয় করছেন এই প্রজন্মের নায়ক শ্রাবণ খান। এই ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন তানিয়া বৃষ্টি। ‘অবলা নারী’ ছাড়া আর কোনো ছবি নিয়ে এই মুহূর্তে ব্যস্ততা নেই শ্রাবণের। তাঁকে নিয়ে ‘অবলা নারী’ ছবির পরিচালক সোহানুর রহমান সোহান বেশ আশাবাদী।
পরিচালক সোহান বলেন, ‘শ্রাবণ অনেক ভালো অভিনয় করেন। আগের কয়েকটি ছবিতে শ্রাবণের কাজ দেখে আমি এই ছবির জন্য তাকে নিয়েছি। আমার ছবিতে সে মারিয়ার বড় ভাইয়ের চরিত্রে অভিনয় করছে। পুরো ছবিতে তার কাজ করতে হচ্ছে অনেক বেশি। তানিয়ার বিপরীতে সে অনেক ভালো কাজ করছে। তানিয়াও ভালো করছে। এরই মধ্যে তাদের দুজনের একটি গান শুটিং করেছি, দুজনই ভালো করেছে। আশা করি শ্রাবণ খান আগামী কয়েক বছরের মধ্যে নিজের জায়গা করে নিতে পারবে।’
পরিচালক সোহান ‘অবলা নারী’ ছবির শুটিং সম্পর্কে বলেন, ‘আমাদের কক্সবাজারের শুটিং প্রায় শেষ। চলতি মাসের পাঁচ তারিখ আমরা ঢাকায় ফিরব। ছবির আশি ভাগ কাজ আমরা কক্সবাজারে করেছি, বাকিটা ঢাকায় করব। এই ছবির গল্পের প্রয়োজনে কক্সবাজারে লম্বা শুটিং করতে হয়েছে। আশা করি ছবিটি দর্শকদের অনেক ভালো লাগবে।’
‘অবলা নারী’ ছবিতে নিজের ভূমিকা সম্পর্কে শ্রাবণ খান বলেন, ‘ছবিতে মারিয়া আমার ছোট বোন। ঘটনাচক্রে তার বিয়ে ভেঙে যায়। এবং সামাজিকভাবে সে অপমাণিত হয়ে আত্মহননের চেষ্টা করে। ঘটনাক্রমে সে একটি নারী পাচারকারী চক্রের খপ্পরেও পড়ে। সেখান থেকে আমি আমার বোনকে উদ্ধার করে নিয়ে আসি।’
এই চলচ্চিত্রে প্রথমবারের মতো জুটিববদ্ধ হয়ে অভিনয় করছেন শ্রাবণ খান ও তানিয়া বৃষ্টি। এর আগে শ্রাবণ খানের দুটি ছবি মুক্তি পেয়েছে এবং মুক্তির অপেক্ষায় আছে ‘বউ বানাবো তোমাকে’ নামের একটি ছবি।
এদিকে তানিয়া বৃষ্টি ‘লাভার নাম্বার ওয়ান’, ‘ঘাঁসফুল’, ‘দরজার ওপাশে’ নামের তিনটি ছবির কাজ শেষ করেছেন।
‘অবলা নারী’ ছবিতে মূল ভূমিকায় অভিনয় করছেন নবাগতা মারিয়া চৌধুরী, তাঁর বিপরীতে রয়েছেন নবাগত তুর্কী। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন ডি জে সোহেল, ডন, নাহিদ, মিশা সওদাগর প্রমুখ।
মাল্টিমিডিয়া প্রোডাকশনের ব্যানারে ছবিটি পরিচালনা করছেন গুণী পরিচালক সোহানুর রহমান সোহান।