বন্যায় বন্ধ হতে পারে শুটিং
ভারতের কাশ্মীরে চলছিল সালমান খান এবং কারিনা কাপুর খান অভিনীত নতুন ছবি ‘বজরঙ্গি ভাইজান’-এর শুটিং। কিন্তু আকস্মিক বন্যায় কাশ্মীরে এখন পর্যন্ত ১৯ জন মারা গেছে। রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা।
দিন দিন বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় কাশ্মীরে ছবিটির বাকি শুটিংয়ের কাজ আপাতত বন্ধ রাখা হয়েছে বলে এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
কবির খান পরিচালিত ছবিটির ৭৫% শুটিংয়ের কাজ শেষ। বাকি ২৫% শুটিং শুরু হওয়ার কথা ছিল আগামী ৭ এপ্রিল থেকে। কিছু অ্যাকশন দৃশ্য, একটি যুদ্ধ দৃশ্য এবং একটি গানের শুটিং করার পরিকল্পনা ছিল কবির খানের। কিন্তু বন্যার কারণে সে শুটিংয়ের কাজ অনিশ্চিত হয়ে গেছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে আরো বেশ কয়েকদিন টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেটা হলে শুটিং বন্ধই রাখতে হবে কবির খানকে। কারণ আরো ৩০ থেকে ৩৫ দিনের শুটিং শিডিউল রয়েছে তার হাতে। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কাজ শুরু করা কঠিন হয়ে যাবে তাঁর পক্ষে। তবে এ ব্যাপারে কবির খানের কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে এনডিটিভি।
নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ‘সালমান খান ফিল্মস’-এর ব্যানারে ‘বজরঙ্গি ভাইজান’ ছবিটি প্রযোজনা করছেন সালমান খান নিজেই। সর্বশেষ ২০১২ সালে ‘এক থা টাইগার’ ছবিতে কবির খানের পরিচালনায় কাজ করেছিলেন সালমান খান।