শুভসন্ধ্যায় শুভ
এনটিভির জনপ্রিয় একটি অনুষ্ঠান শুভসন্ধ্যা। দীর্ঘদিন ধরে চলা এই অনুষ্ঠানে হাজির হতে যাচ্ছেন এই প্রজন্মের চিত্রনায়ক আরিফিন শুভ। এনটিভির নিয়মিত এই অনুষ্ঠান প্রতিদিন সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে সম্প্রচার করা হয়। আরিফিন শুভকে নিয়ে সাজানো শুভসন্ধ্যাটি প্রচারিত হবে আগামীকাল শুক্রবার ৩ এপ্রিল সন্ধ্যা সোয়া ৬টায়। সাধারণত সমসাময়িক শিল্প সাহিত্য, সংস্কৃতি, চলচ্চিত্র ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানানো হয় এই অনুষ্ঠানে। মৃণাল দত্ত প্রযোজিত আগামীকালের শুভসন্ধ্যাটি উপস্থাপনা করেছেন তাউফিকা রহমান।
শুভসন্ধ্যা সম্পর্কে চিত্রনায়ক আরিফিন শুভ বলেন, “এনটিভি এমনিতে অনেক একটি জনপ্রিয় চ্যানেল, শুভসন্ধ্যায় আমাকে আমন্ত্রণ জানানোয় আমি খুব খুশি। আগামী ১০ এপ্রিল আমার অভিনীত চলচ্চিত্র ‘ছুঁয়ে দিলে মন’ ছবিটি মুক্তি পাচ্ছে। এই অনুষ্ঠানে এসে আমার মনে হয়েছে ‘ছুঁয়ে দিলে মন’ ছবি নিয়ে কিছু তথ্য এই অনুষ্ঠানের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে পারব।”
আসন্ন ছবিটি কেমন হবে- এমন প্রশ্নের জবাবে শুভ বলেন, ‘বাংলাদেশের আশি ভাগ ছবিই প্রেমনির্ভর, আমাদের এই ছবিও প্রেমনির্ভর। কিন্তু এই ছবিতে মুখে বলতে হয়নি আমি তোমাকে ভালোবাসি। আসলে আমাদের সবার জীবনেই প্রেম আসে- আমরা সবাই জানি প্রেম কেমন। আর চলচ্চিত্রে আমাদের নিজেদের জীবনকেই দেখতে চাই সবাই। চলচ্চিত্রে নিজের জীবনের প্রতিফলন দেখবে এই প্রত্যাশা নিয়েই একজন দর্শক হলে যায় ছবি দেখতে। আমি দর্শকদের বলতে চাই, আপনারা প্রতারিত হবেন না। আপনারা হলে এসে ছবিটি দেখুন, আমি মনে করি এই ছবি একটি মাইলফলক হবে বাংলাদেশের চলচ্চিত্রের জন্য।’