কেমন চলছে ‘হৃদয় দোলানো প্রেম’
গত ২৭ মার্চ, শুক্রবার ঢাকাসহ সারা দেশের ৪১টি সিনেমা হলে মুক্তি পেয়েছে আবুল কালাম আজাদ পরিচালিত ‘হৃদয় দোলানো প্রেম’। ত্রিভুজ প্রেমের এই ছবি নির্মিত হয়েছে টোকিও মুভিজের ব্যানারে।
আবুল কালাম আজাদ পরিচালিত ‘হৃদয় দোলানো প্রেম’ ছবিতে আঁচলের বিপরীতে অভিনয় করেছেন আশিক চৌধুরী ও ফাহিম চৌধুরী। দুজনই প্রথমবারের মতো আঁচলের সঙ্গে চলচ্চিত্রে অভিনয় করেছেন।
ঢাকার ব্যস্ত এলাকা ফার্মগেটে অবস্থিত আনন্দ সিনেমা হলের ম্যানেজার মোহাম্মদ ঝন্টু বলেন, ‘এমনিতেই দেশের অবস্থা ভালো না, আগের মতো দর্শক হলে সিনেমা দেখতে আসে না। নিয়মিত যারা ছবি দেখে, তারা আসে পোস্টারে স্টারের ছবি দেখে। ‘হৃদয় দোলানো প্রেম’ ছবিতে আঁচল ছাড়া তেমন কেউ নেই। নতুন নায়কদের কাউকে দর্শক চেনে না। আর আঁচলের এখনো এমন দর্শক তৈরি হয়নি যে একাই দর্শক হলে টানতে পারে।’
সিনেমাপাড়া-খ্যাত কাকরাইলের রাজমণি সিনেমা হলের ম্যানেজার অহিদ বলেন, “আমরা আশিকুর রহমান পরিচালিত চিত্রনায়ক আরিফিন শুভ আর আঁচলের ‘কিস্তিমাত’ ছবিটি চালাচ্ছি। কারণ ‘হৃদয় দোলানো প্রেম’ ছবিতে আঁচল ছাড়া নতুন দুই নায়ককে কেউ চেনে না। যদি পরিচিত কোনো নায়ক থাকত তাহলে ছবিটা আমাদের মতো আরো অনেকেই চালাতে পারত। একা আঁচলের ছবি দর্শক দেখবে না।’
পূর্ণিমা হলের ম্যানেজার কাঞ্চন বলেন, “আমরা চেষ্টা করি নতুন ছবি মুক্তি পেলে সেই ছবি চালাতে। গত শুক্রবার ‘হৃদয় দোলানো প্রেম’ ছবিটি মুক্তি পেয়েছে আমাদের হলে কিন্তু ভালো চলেনি। এমনিতেই দর্শক ছবি দেখতে হলে আসে না। পোস্টার দেখে ছবি দেখার সিদ্ধান্ত নেয় দর্শক। সিনেমা হলের সাধারণ খরচ তুলতেই এখন কষ্ট হচ্ছে।”
ছবি সম্পর্কে মুক্তির আগে সবার কাছে দোয়া চেয়ে নায়িকা আঁচল বলেছিলেন, ‘বাংলাদেশের এই সময়ে কেউ ছবি মুক্তি দিতে সাহস পাচ্ছে না, আবার অনেকে ঘোষণা দিয়ে ছবি মুক্তির দিন পিছিয়ে দিয়েছেন। এমন অবস্থায় আমার ছবিটি মুক্তি পাচ্ছে। আপনারা হলে এসে ছবিটি দেখলেই আমাদের কষ্ট সার্থক হবে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আরো ভালো ছবি নিয়ে আপনাদের সামনে আসতে পারি।’
‘হৃদয় দোলানো প্রেম’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অঞ্জলি, রেহানা জলি, আঞ্জুমান আরা বকুল, জ্যাকি আলমগীর, মো. গুলজার হোসেন, জীনান, স্নিগ্ধা ও সুচরিতা।