পরিণীতি এখন লন্ডনে
নিউইয়র্কে বেশ কয়েকদিন ছুটি কাটালেন। তাও বিশ্রামই ফুরোচ্ছে না পরিণীতি চোপড়ার। সোজা গিয়ে পৌঁছেছেন লন্ডনে। সেখানে আবার এখন বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া! তবে লন্ডনে কেবল ছুটি কাটাতে, নাকি কোনো কাজে গিয়েছেন পরিণীতি, তার কোনো তথ্য নেই বক্স অফিস ক্যাপসুলের খবরে।
পরিণীতির লন্ডনে অবস্থানের বিষয়টি নিশ্চিত হয়েছে তাঁর নিজেরই টুইট থেকে। ‘লন্ডনের ঠান্ডায় জমে যাচ্ছি’ (‘ফ্রিজিং লন্ডন!!!’) লিখে টুইট করেছেন জনপ্রিয় এই বলিউড অভিনেত্রী। ব্যস, ওটুকুই। এর বেশি আর কোনো হালনাগাদ তথ্য মেলেনি পরিণীতির কাছ থেকে।
স্বতঃস্ফূর্ত অভিনয়ের জন্য জনপ্রিয় হয়ে ওঠা এই অভিনেত্রীর অবশ্য ক্যারিয়ারের অবস্থা আজকাল তেমন ভালো নয়। এ মুহূর্তে তার হাতে কোনো ছবিও নেই। সবশেষ মুক্তি পেয়েছিল রণবীর সিংয়ের সাথে তাঁর ছবি ‘কিল দিল’। ছবিটি একেবারেই মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে। এরপর নতুন ছবি হাতে পেয়েছেন কি না, তা জানা যায়নি। তবে জানিয়েছিলেন, ছবি বাছাইয়ের ক্ষেত্রে এখন থেকে খুবই সতর্ক থাকবেন তিনি। এর পর থেকে বলিউডপাড়ায় মোটামুটি লাপাত্তা পরিণীতি।
পরিণীতি চোপড়ার বলিউডি ছবিতে অভিষেক এক দারুণ গল্প। ‘লেডিস ভার্সেস রিকি ভ্যাল’ ছবিতে এক পার্শ্বচরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে ছিলেন রণবীর সিং ও আনুশকা শর্মা। কিন্তু পরিণীতির উচ্ছল অভিনয় এর মাঝেও মন কেড়েছিল অনেকের। এরপর অর্জুন কাপুরের সাথে ‘ইশাকজাদে’ ছবিতে অভিনয়ই আগাগোড়া বদলে দিয়েছিল তাঁর ক্যারিয়ার। এই ছবি দিয়ে অর্জুন কাপুরও পেয়ে যান দুর্দান্ত তারকাখ্যাতি।
এরপরে অবশ্য বেশ কিছু ছবি করলেও ‘ইশাকজাদে’র সাফল্যের ধারেকাছেও যেতে পারেননি পরিণীতি। ভক্তরা নিশ্চয়ই তাঁর প্রত্যাবর্তনের আশায় মুখিয়ে আছেন!