নানা আয়োজনে পালিত হচ্ছে জাতীয় চলচ্চিত্র দিবস
আজ ৩ এপ্রিল, শুক্রবার জাতীয় চলচ্চিত্র দিবস। এ উপলক্ষে বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশনে (বিএফডিসি) চলছে নানা আয়োজন। সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ চলচ্চিত্র ডিজিটাল কমপ্লেক্স উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ সময় বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
এর পর বেলা সাড়ে ১১টার দিকে এফডিসি থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে অংশ নেন অভিনেতা হাসান ইমাম, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, সংসদ সদস্য ও তথ্য মন্ত্রণালয়-সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য সুকুমার রঞ্জন ঘোষ, তথ্যসচিব মরতুজা আহমেদ, এফডিসির ব্যবস্থাপনা পরিচালক এস এম হারুন-অর-রশীদ, পরিচালক সমিতির সভাপতি দেলোয়ার জাহান ঝন্টু, চিত্রনায়িকা পপি, মেহের আফরোজ শাওনসহ চলচ্চিত্রশিল্পী ও কলাকুশলীরা। উদযাপন কমিটির আহ্বায়ক নায়করাজ রাজ্জাক অসুস্থতার কারণে অনুষ্ঠানে যোগ দিতে পারেননি।
এফডিসি এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভের যৌথ আয়োজনে ‘ডিজিটাল চলচ্চিত্র : সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি। বিশেষ অতিথি ছিলেন তথ্যসচিব মরতুজা আহমেদ এবং চলচ্চিত্র ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম।
সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম। আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফাহমিদুল হক, চলচ্চিত্র নির্মাতা জাকির হোসেন রাজু, অনিমেষ আইচ ও মোহাম্মদ হোসেন জেমী। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ড. মোহাম্মদ জাহাঙ্গীর।
এ ছাড়া দিনের অন্যান্য আয়োজনের মধ্যে রয়েছে দিনব্যাপী চলচ্চিত্র মেলা, চলচ্চিত্র প্রদর্শনী, স্থিরচিত্র প্রদর্শনী, স্মরণিকা প্রকাশ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেল ৩টায় এফডিসির জহির রায়হান কালার ল্যাব প্রেক্ষাগৃহে চলচ্চিত্র প্রদর্শিত হবে।
জাতীয় চলচ্চিত্র দিবস ২০১৫-কে ঘিরে নানা সাজে সাজানো হয়েছে এফডিসিকে। বাংলাদেশ ফিল্ম আর্কাইভের উদ্যোগে বাংলাদেশের বিখ্যাত সিনেমার পোস্টার-ব্যানার দিয়ে সাজানো হয়েছে পুরো এফডিসি চত্বর। আলোকসজ্জায় সজ্জিত ও জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে এফডিসির পরিচালক কারিগরি ও প্রকৌশলী মোহাম্মদ আজমের সম্পাদনায় একটি স্মরণিকাও প্রকাশ করা হয়েছে।
১৯৫৭ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন পূর্ব পাকিস্তানের শিল্প-বাণিজ্য, ত্রাণ ও দুর্যোগকল্যাণমন্ত্রী থাকাকালে প্রাদেশিক পরিষদে ‘এফডিসি বিল’ উত্থাপন করেন। তার পরপরই এফডিসি প্রতিষ্ঠিত হয়। চলচ্চিত্র নির্মাণের পূর্ণাঙ্গ স্টুডিও প্রতিষ্ঠার দিনটিকে বর্তমান সরকার ‘জাতীয় চলচ্চিত্র দিবস’ ঘোষণা করে ২০১২ সালে। সে বছরই প্রথমবারের মতো দিবসটি পালিত হয়। জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।